Tuesday, August 30, 2011

ফেসবুকে পুরোনো চ্যাটবক্স

ফেসবুক কিছুদিন পরপর বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনে।তেমনি বেশ কিছু দিন হলো ফেসবুক তার চ্যাটবক্সের সেটিংসও পরিবর্তন করেছে। কিন্তু বর্তমান চ্যাটবক্সের সেটিংসটা অনেকেরই পছন্দ হচ্ছে না।মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে ছোট একটা অ্যাড-অনস যোগ করে ফেসবুকের চ্যাটবক্সকে অগের চ্যাটবক্সের মতো করে ফেলতে পারেন। মাত্র ২০ কিলোবাইটের মতো অ্যাড-অনস টি পাবেন https://addons.mozilla.org/en-US/firefox/addon/fb-chat-sidebar-disabler/ ঠিকানায়। এই ঠিকানা থেকে অ্যাড-অনস টি ইনস্টল করার পর মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। এখন দেখবেন ফেসবুকের চ্যাটবক্সের সেটিংস অপশন আবার আগের মতো হয়ে গেছে। যদি না হয়, তাহলে চ্যাট এ ক্লিক করে অপশন থেকে Use Old-Style Chat সিলেক্ট করে দেন, তাহলে হয়ে যাবে। নতুন সেটিংসে আবার ফিরে যেতে চাইলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের টুলস থেকে অ্যাড-অনস এ ক্লিক করে এই অ্যাড-অনস টি আনইনস্টল করে দিন। কারও মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি না থাকলে সেটির লেটেস্ট সংস্করণটি নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন http://www.mozilla.com/en-US/firefox/new/ ঠিকানা থেকে।

No comments:

Post a Comment