আজকাল একটা ই-মেইল ঠিকানা ছাড়া চলেই না। বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তিসহ চাকরির আবেদন করতেও ই-মেইল আইডির প্রয়োজন হয়। ফেসবুকে অ্যাকাউন্ট খোলা থেকে ডিভি লটারি ছাড়তেও ই-মেইল আইডি প্রয়োজন। ইয়াহুতে ই-মেইল আইডি খোলার জন্য প্রথমে যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে, সেটিতে ইন্টারনেট এক্সপ্লোরার(e) বা মজিলা ফায়ারফক্স ওপেন করে www.yahoo.com লিখে এন্টার দিন। যে পেইজটি আসবে, সেটির ওপরে ডান পাশে Sign up-এ ক্লিক করুন। একটি ফরম আসবে, সেটির তিনটি অংশ। প্রথম অংশে Name, Gender, Birthday, Country পূরণ করে দ্বিতীয় অংশে আসুন। Yahoo ID-তে আপনি যে নামে ই-মেইল আইডি খুলতে চান, সেটি লিখে Check-এ ক্লিক করুন। একই নামে যদি আগে কেউ ই-মেইল আইডি খুলে থাকে, তাহলে এই নামে হবে না। নাম পরিবর্তন করতে হবে। Check-এ ক্লিক করার পর যখন দেখবেন, আপনার আইডির পাশে Change লেখাটি এসেছে, তখন বুঝবেন এই নামে কেউ ই-মেইল আইডি খোলেনি। তারপর password-এ পাসওয়ার্ড দিন কমপক্ষে ছয় বর্ণের। Retype password-এ আবার একই পাসওয়ার্ড দিন। এখন তৃতীয় অংশে Alternet email পূরণ করার প্রয়োজন নেই। Security Question-এ দুটি question নির্বাচন করে আপনার পছন্দমতো উত্তর লিখুন। সবশেষে Type the code shown-এ নিচের বক্সের letterগুলো টাইপ করুন। এখন Create my account-এ ক্লিক করুন। কোনো বার্তা এলে Yes/continue-তে ক্লিক করুন। এভাবে আপনার নতুন ই-মেইল আইডি তৈরি করতে পারবেন।
No comments:
Post a Comment