Tuesday, December 27, 2011

কম্পিউটার চালু হতে বেশি সময় নিচ্ছে?

কম্পিউটারে হয়তো অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে। যখন কম্পিউটার চালু হয় তখন অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। যেমন বিজয়, অভ্র, ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি। এতে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে এবং অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হলে বিরক্তও লাগে। ইচ্ছা করলে খুব সহজেই এই অবস্থার পরিবর্তন করে শুধু আপনার দরকারি প্রোগ্রামগুলো খুলতে পারেন কম্পিউটার চালুর সময়।
এই কাজ করতে হলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে OK করুন। এখন ডান পশের Startup-এ ক্লিক করুন। আপনার কম্পিউটার চালুর সময় যে প্রোগ্রামগুলো চালু করতে চান না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Services-এ ক্লিক করে যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। কম্পিউটার Restart করতে বললে রিস্টার্ট করুন। এখন থেকে আপনার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে না এবং ওই প্রোগ্রামগুলোও আর একা একা চালু হবে না।
—মো. আমিনুর রহমান

সহজে অ্যাড্রেসবারে যাওয়া

কিবোর্ড দিয়ে দ্রুত কাজ করা যায়। ওয়েবসাইট দেখার সফটওয়্যারগুলোর ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) দ্রুত যাওয়া যায় একটি কি চেপেই। ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সে F6 চাপলেই হয়।
আর অপেরার ক্ষেত্রে F8 চাপতে হয়। আবার CTRL+L চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

Monday, December 26, 2011

পেনড্রাইভে ফাইল আছে কিন্তু দেখা যাচ্ছে না?

পেনড্রাইভে ফাইল আছে।কিন্তু অনেকসময় মাউস রেখে ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে সেগুলো দেখা যায় না। এসব ফাইল দেখার জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে OK করুন। নতুন একটি উইন্ডো এলে Yes করুন। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and folders-এ ঠিক চিহ্ন দিন এবং Hide extensions... ও Hide protected... বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত অবস্থায় দেখা যাচ্ছে এবং সেগুলো ভালো আছে, নষ্ট হয়নি।
পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেওয়া ভালো।জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে কম। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পর পর দুবার Next-এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে।
—মো. আমিনুর রহমান

Thursday, December 22, 2011

অনেক কাজের কাজি গুগল ক্রোম

সাধারণত ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে বিভিন্ন ওয়েবসাইট দেখার সময় পিডিএফ ফাইল, ভিডিও (ফেসবুক, ইউটিউব) ইত্যাদি সরাসরি দেখা যায় না। এগুলো নামিয়ে নিয়ে (ডাউনলোড) দেখতে হয়। সরাসরি ওয়েবসাইটে দেখতে হলে ওয়েব ব্রাউজারে বিভিন্ন প্লাগ-ইন, অ্যাড-অনস, ফ্লাশ প্লেয়ার ইত্যাদি ইনস্টল করতে হয়। ব্রাউজারে বিভিন্ন প্লাগ-ইন, অ্যাড-অনস ইনস্টল করলে ব্রাউজার অনেক ধীরগতির হয়ে যায়। ব্রাউজার ধীরগতির হয়ে গেলে আবার আরেক ঝামেলায় পড়তে হয়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে সরাসরি ফেসবুক, ইউটিউবের ভিডিও দেখা যায়, কোন প্লাগ-ইন ইনস্টল করতে হয় না। পিডিএফ ফাইলসহ অনেক কিছুই সরাসরি পড়া যায়। সরাসরি ফায়ার বাগের মাধ্যমে ওয়েবপেইজের সোর্স কোডও দেখা যায়। আবার গুগল ক্রোমের ব্রাউজারের অ্যাড্রেসবারই হলো গুগল সার্চ ইঞ্জিন। এখানে কোনো কিছু লিখে গুগলে সার্চও দেওয়া যায়। অনেক কাজের এই ওয়েব ব্রাউজারটি বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন www.google.com/chrome ঠিকানা থেকে। 
—মো. আমিনুর রহমান

Wednesday, December 21, 2011

মাদারবোর্ডের ড্রাইভার হারিয়েছেন?

সাধারণত কম্পিউটার কেনার সময় কম্পিউটারের সঙ্গে মাদারবোর্ডের একটি ড্রাইভার সফটওয়্যার সিডিতে ভরে দেওয়া হয়। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয়, তাহলে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আসে। কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায়, তখন অনেক সমস্যায় পড়তে হয়। মাঝেমধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি সফটওয়ার(ড্রাইভার) ইনস্টল করলে তখন সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আসে, তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়। মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম, মডেল নম্বর, সিরিয়াল নম্বর ভুলে গেছেন? তাহলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন। তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন। প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে, এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর Command Prompt-টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন। তাহলে আপনার কম্পিউটারের মাদারবোর্ডের সিডির মডেল নম্বর, সিরিয়ার নম্বর ইত্যাদি জানতে পারবেন। এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের সফটওয়ার পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। নিচে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো, যেখানে মাদারবোর্ডের সফটওয়্যার পাওয়া যায়।
www.driversdown.com
www.driverfiles.net
www.driverskit.com
http://download.cnet.com/windows/drivers
http://downloadcenter.intel.com
এই সাইটগুলোতে ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক ইত্যাদি সবকিছুরই সফটওয়্যার পেতে পারেন।
—মো. আমিনুর রহমান

Sunday, December 11, 2011

পেনড্রাইভ ফরম্যাট হচ্ছে না?

কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় সেই কম্পিউটার থেকে পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। তখন পেনড্রাইভ ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুটি ক্লিক করুন। তারপর Computer Management-এ দুটি ক্লিক। এখন বাঁ পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে। এবার পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।
-মো. আমিনুর রহমান