Tuesday, October 25, 2011

ই-মেইল ঠিকানায় আপনার পেশাগত পরিচয়

আপনার নাম কী? ডা. অমুক। আপনি জিজ্ঞেস জানতে চেয়েছেন ব্যক্তির নাম, আর তিনি বলেছেন নাম ও পেশা। কিছু কিছু পেশার মানুষ প্রায়ই এমন করে। যদি এমন হয় যে আপনার ই-মেইল ঠিকানা দেখেই বোঝা যাবে, আপনার পেশা কী, তাহলে কেমন হয়। যেমন, আপনার নাম হলো করিম এবং আপনি পেশায় একজন চিকিৎসক। তাহলে আপনি ই-মেইল আইডি খুললেন karim@doctor.com নাম দিয়ে। তখন আর কাউকে নামের সঙ্গে আপনার পেশা বলতে হবে না। এমন একটি ওয়েবসাইট আছে যেটিতে ই-মেইল ঠিকানায় পেশার নাম যোগ করা যাবে।যেমন—
মন্ত্রী (karim@minister.com)
ইঞ্জিনিয়ার (karim@engineer.com)
আইনজীবী (karim@lawyer.com)
হিসাবরক্ষক (karim@accountant.com)
সাংবাদিক (karim@journalist.com), গ্রাফিক ডিজাইনার (karim@graphic-designer.com) সংগীতশিল্পী (karim@musician.org), প্রোগ্রামার (karim@programmer.net),
আলোকচিত্রী (karim@photographer.net)
রাজনীতিবিদ (karim@politician.com)
পদার্থবিদ (karim@physicist.net)
রসায়নবিদ (karim@chemist.com)
বিজ্ঞানী (karim@scientist.com)
গীতিকার (karim@songwriter.net)
শিক্ষক (karim@teachers.org)
সমাজকর্মী (karim@socialworker.net)
কলাম লেখক (karim@columnist.com) ঠিকাদার (karim@contractor.com)।
এরকম বিভিন্ন ই-মেইল ঠিকানা খুলতে পারেন। আর এটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে www.mail.com ঠিকানায়। তারপর Sign up now বাটনে ক্লিক করে নিজের পছন্দমতো একটি ই-মেইল ঠিকানা তৈরি করে নিতে পারেন।
 —মো. আমিনুর রহমান

Thursday, October 20, 2011

পেনড্রাইভ ফরম্যাট হচ্ছে না?

কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় সেই কম্পিউটার থেকে পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। তখন পেনড্রাইভ ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুটি ক্লিক করুন। তারপর Computer Management-এ দুটি ক্লিক। এখন বাঁ পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে। এবার পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।
মো. আমিনুর রহমান

Wednesday, October 12, 2011

ফাইল সেভ করতে পারেননি?

ধরুন কম্পিউটারে বসে মাইক্রোসফ্ট ওয়ার্ডে কাজ করছেন। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আপনার ফাইলটি সেভ করা হয়নি বা সেভ করার সুযোগ পাননি। তখন আর আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। আবার কম্পিউটারে কাজ করে মাইক্রোসফ্ট ওয়ার্ডের ফাইলটি পেনড্রাইভে ভরে কোথাও নিয়ে যেতে চান। কাজ করা শেষ কিন্তু পেনড্রাইভে সেন্ড করার আগেই বিদ্যুৎ চলে গেল। তখন দুঃখটা আরও বেশি হয়। বিদ্যুৎ না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। মাইক্রোসফ্ট অফিসের সাম্প্রতিক সংস্করণগুলোতে অটো রিকভারি নামে একটি সুবিধা থাকে। এটি সক্রিয় করে রাখলে তখন ফাইলের লেখাগুলো আবার উদ্ধার করা যায়। তবে তাতেও সব লেখা পাওয়া যায় না। মানে সাধারণত কম্পিউটার বন্ধ হওয়ার ১০ মিনিট আগের অবস্থা পর্যন্ত সবগুলো লেখা পাওয়া যায়।
চাইলে মাইক্রোসফ্ট ওয়ার্ডের অটো সেভ অপশনটি কার্যকর করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে মাইক্রোসফ্ট ওয়ার্ডের উপরে বাম পাশ থেকে ফাইলে ক্লিক করে Save As থেকে কোনো একটি অপশনে ক্লিক করুন। এখন নিচে বাম পাশের Tools থেকে Save Options এ ক্লিক করুন (মাইক্রোসফ্ট ওয়ার্ডের বিভিন্ন ভার্সনে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে)।
নতুন উইন্ডো এলে Save Auto Recover...অপশনটিতে টিক চিহ্ন দিয়ে ডান পাশে এক মিনিট নির্বাচন করে দিয়ে ok করে বেরিয়ে আসুন। এখন মাইক্রোসফ্ট ওয়ার্ডে কোনো ফাইল খুলে ফাইলটির যেকোনো নাম দিয়ে কিছু লিখলে প্রতি এক মিনিট পর পর ফাইলটি অটো সেভ হবে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা হবে না। কারণ, ফাইলটিতে কম্পিউটার বন্ধ হওয়ার এক মিনিট আগের অবস্থা পর্যন্ত সেভ করা থাকবে। আপনি যদি কম্পিউটারে কাজ করে মাইক্রোসফ্ট ওয়ার্ডের ফাইলটি পেনড্রাইভে করে অন্য কোথাও নিয়ে যেতে চান, তাহলে ওই ফাইলটি পেনড্রাইভেই খুলুন বা পেনড্রাইভে সেভ করে কাজ শুরু করুন। তাহলে বিদ্যুৎ চলে গেলেও ওই ফাইলটি পেনড্রাইভেই সেভ থাকবে।
—মো. আমিনুর রহমান

Monday, October 10, 2011

গুগল তথ্য খোঁজার কিছু কৌশল

তথ্যের দরকার হলেই অনেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে তথ্য খুঁজতে যান। কিন্তু এক বা একাধিক শব্দ লিখে সার্চ করলে অনেক কিছু চলে আসে। নিজের যা দরকার, ঠিক তাই পাওয়ার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কৌশল প্রয়োগ করলে তথ্য খোঁজার কাজটা অনেক সহজ হয়। নিচে কিছু কৌশল দেওয়া হলো।
১. কোনোকিছু লিখে গুগলে তথ্য খুঁজে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
২. কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন। যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।
৩. কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে গুগলে সার্চ করুন। ওই অঞ্চলের আবহাওয়ার খবর জানতে পারবেন। যেমন: weather Dhaka.
৪. কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে গুগলে সার্চ করুন। ফলাফল চলে আসবে। যেমন: ১০০ + ২০০ - ৫০ + ৩০০ লিখে সার্চ করলে ফলাফল আসবে ৫৫০।
৫. আপনার ওয়েবপেজ বা ব্লগের সঙ্গে আর কোন কোন লিংক যুক্ত আছে, সেগুলো জানার জন্য আপনার ওয়েবপেজ বা ব্লগের নামের আগে link: লিখে গুগলে সার্চ করুন। যেমন: link:http://www.prothom-alo.com —মো. আমিনুর রহমান

Wednesday, October 5, 2011

আপনার ব্রাউজার কি নিরাপদ?

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে ই-মেইল, ফেসবুকসহ দরকারি অনেক সাইটে ঢুকতে হয়। কিন্তু অনেক সময় ব্রাউজার থেকে বার্তা আসে যে আপনার ই-মেইলের পাসওয়ার্ডটি ব্রাউজারে সেভ করে রাখতে চান কি না। বুঝে না-বুঝে অনেকেই ইয়েসে ক্লিক করেন।
এতে ব্রাউজারে পাসওয়ার্ডটি সেভ হয়ে যায়। পরে ই-মেইল ঠিকানা লিখলে ব্রাউজার নিজে থেকেই ওই ই-মেইল ঠিকানার পাসওয়ার্ড লিখে দেয়। এতে যেসব কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করেন, সেসব কম্পিউটারে পাসওয়ার্ড চুরির আশঙ্কা বেশি থাকে। তা ছাড়া আপনি কোন কোন সাইট দেখছেন, কী কী খুঁজছেন, ডাউনলোড করেছেন—সবকিছু ব্রাউজারে থেকে যায়। যে কেউ সেগুলো দেখতে পারে। এতে অনেক সময় ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নষ্ট হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য—
মজিলা ফায়ারফক্সের: ব্রাউজার খুলে Tools থেকে Clear Recent History-তে ক্লিক করুন। এখন কত সময়ের ডেটা ব্রাউজার থেকে মুছে ফেলতে চান, সেটি নির্বাচন করে Clear Now-এ ক্লিক করুন। আবার ব্রাউজার খুুলে Tools থেকে Options-এ ক্লিক করুন। এখন Security-তে ক্লিক করে Remember Passwords for sites বক্স থেকে টিকচিহ্ন তুলে দিয়ে ok করুন। তাহলে ব্রাউজারে আর কোনো তথ্য জমা থাকবে না।
ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে: প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে Tools থেকে Internet Options-এ যান। এখন Content ট্যাবে ক্লিক করে Auto Complete বাটনে ক্লিক করুন। এখন Clear Forms-এ ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়া বাকি সব তথ্য মুছে যাবে এবং Clear Passwords-এ ক্লিক করলে পাসওয়ার্ডও মুছে যাবে।
পরে এই ব্রাউজারে কোনো তথ্য সেভ করতে না চাইলে সব বক্স থেকে টিকচিহ্ন তুলে দিয়ে ok-তে ক্লিক করুন। অ্যাড্রেস বারের তথ্য মোছার জন্য Tools থেকে Internet Options-এ ক্লিক করে Clear History বাটনে ক্লিক করুন।
—মো. আমিনুর রহমান