কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই অনেক ডায়লগ বক্স আসে এবং সেখানে Yes, Noসহ অনেক ধরনের অপশন থাকে। সেখানে মাউস পয়েন্টার নিয়ে কোনো একটি অপশন নির্বাচন করতে হয়। কিন্তু আমরা যদি মাউসের Snap To অপশন ব্যবহার করি, তাহলে ডায়লগ বক্স এলেই মাউসের পয়েন্টার স্বয়ংক্রিয়ভাবে সেই ডায়লগ বক্সের যে বাটনে ক্লিক করার সম্ভাবনা থাকে, সেই বাটনে চলে যায়। মাউসের Snap To অপশন কার্যকর করার জন্য Control Panel-এ গিয়ে মাউস আইকনে দুই ক্লিক করতে হবে। মাউস প্রপাটিজ উইন্ডো এলে সেখান থেকে Pointer Options-এ ক্লিক করে Automatically move pointer to the default button in a dialog box-এ টিক চিহ্ন দিয়ে okতে ক্লিক করুন।
No comments:
Post a Comment