কম্পিউটারে যে গান, ফোল্ডার বা প্রোগ্রামটিকে খুলতে সেটির শর্টকাট কি তৈরি করার জন্য প্রথমে সেই প্রোগ্রামটির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Desktop (create shortcut)-এ ক্লিক করুন। দেখবেন Desktop-এ সেই প্রোগ্রামটির একটি শর্টকাট কি তৈরি হয়েছে। এখন সেই শর্টকাট কি-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে যান। তারপর Shortcut key বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে কোনো একটি কি নির্বাচন করে ok তে ক্লিক করুন। এখন কিবোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে ওই কি চাপুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলবে।
No comments:
Post a Comment