Thursday, September 16, 2010

সহজে তৈরি করুন কিবোর্ডের শর্টকাট কি

কম্পিউটারে যে গান, ফোল্ডার বা প্রোগ্রামটিকে খুলতে সেটির শর্টকাট কি তৈরি করার জন্য প্রথমে সেই প্রোগ্রামটির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Desktop (create shortcut)-এ ক্লিক করুন। দেখবেন Desktop-এ সেই প্রোগ্রামটির একটি শর্টকাট কি তৈরি হয়েছে। এখন সেই শর্টকাট কি-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে যান। তারপর Shortcut key বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে কোনো একটি কি নির্বাচন করে ok তে ক্লিক করুন। এখন কিবোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে ওই কি চাপুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলবে।

No comments:

Post a Comment