Thursday, September 16, 2010

নির্বাচিত অংশ প্রিন্ট করুন

অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বা ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) বিভিন্ন পেইজ দেখার সময় অনেক কিছু প্রিন্ট করার প্রয়োজন হয়। কোনো পেইজ থেকে নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করার জন্য প্রথমে যে অংশটুকু প্রিন্ট করতে চান, সে অংশটুকু নির্বাচন করুন। তারপর ওপরে File থেকে Print-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে সেখান থেকে Selection নির্বাচন করে ok তে ক্লিক করুন। দেখবেন শুধু নির্বাচিত অংশ প্রিন্ট হয়েছে।

No comments:

Post a Comment