প্রায় সব ওয়েবসাইটের ঠিকানাতেই http://www. .com অংশটি থাকে। তাই ব্রাউজারের অ্যাড্রেসবারে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখতে গেলে বারবার http://www. .com অংশটি না লিখে শুধু মূল অংশটি লিখে কিবোর্ড থেকে CTRL + ENTER চাপলেই পুরো ঠিকানা লেখা হয়ে যায়। যদি http://www.prothom-alo.com লিখতে চান, তাহলে শুধু prothom-alo লিখে কিবোর্ড থেকে CTRL + ENTER চাপুন।
No comments:
Post a Comment