Thursday, September 20, 2012

ই-মেইলে দিন নিজের পরিচয়

আপনার কাছে যখন ই-মেইল আসে, তখন দেখা যায়, অনেকের ই-মেইলের নিচে সুন্দর করে প্রেরকের নাম, পরিচয়, পেশা ইত্যাদি লেখা থাকে।
আবার আপনি কাউকে ই-মেইল করবেন, তা হলে নিউ ই-মেইল বা কম্পোজ পেজ খোলে ই-মেইল লিখে লেখার শেষে আপনার নাম-পরিচয় লেখেন। আপনি যদি প্রতিদিন অনেক ই-মেইল করেন, তা হলে প্রতিবার মেইল লেখার পর নিচে আপনার নাম-পরিচয় দিতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। আপনি চাইলে আপনার ই-মেইল নিউ ই-মেইল বা কম্পোজ পেজে আগে থেকেই আপনার নাম-পরিচয় লিখে রাখতে পারেন। আপনি যতবারই ই-মেইল করেন না কেন, এই নাম-পরিচয় ব্যবহার করতে পারবেন। বারবার আপনি নাম-পরিচয় লেখার হাত থেকে বেঁচে যাবেন এবং এতে আপনার অনেক সময়ও সেভ হবে। একেই বলে ই-মেইল সই যোগ করা।
জি-মেইলের ক্ষেত্রে: প্রথমে জি-মেইলে ঢুকে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল অ্যাড্রেসের নিচে সেটিংস থেকে সেটিংস-এ ক্লিক করুন বা সরাসরি https://mail.google.com/mail/u/0/?shva=1#settings/general ঠিকানায় যান। এখন নিচে সিগনেচার-এর পাশে নো সিগনেচার-এর নিচের বাটনটি নির্বাচন করুন এবং নিচের বক্সে আপনার পছন্দমত নাম-পরিচয় লিখে সবার নিচে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। এখন আপনার জি-মেইল কম্পোজ পেজে গিয়ে দেখুন আপনার নাম-পরিচয় লেখা দেখাবে। 
—মো. আমিনুর রহমান

Wednesday, September 19, 2012

নিরাপদে রাখুন জিমেইল

আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তা হলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে জি-মেইলে লগ-ইন করে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল ঠিকানার পাশের অ্যারোতে ক্লিক করে অ্যাকাউন্ট-এ ক্লিক করুন বা সরাসরি www.google.com/settings/account?hl=en ঠিকানায় যান। এখন বাঁ পাশ থেকে সিকিউরিটি-তে ক্লিক করুন।
এখন টু-সেটআপ ভেরিফিকেশন স্ট্যাটাস: অফ-এর পাশে এডিট-এ ক্লিক করুন। নতুন করে আবার লগ-ইন করার পেজ এলে লগ-ইন করুন। তারপর স্টার্ট সেটআপ বাটনে ক্লিক করুন। এখন ফোন নম্বর বক্সে আপনার মোবাইল ফোন নম্বর লিখে সেন্ড কোড বাটনে ক্লিক করুন। আপনার মুঠোফোনে একটি কোড নম্বর আসবে। এটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করুন। এখন নেক্সট-এ ক্লিক করুন। তারপর কনফার্ম-এ ক্লিক করুন।
এখন থেকে প্রত্যেকবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে চাইলে আপনার মুঠোফোনে একটি কোড নাম্বার আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করলেই আপনার জি-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। আপনার ফোন নম্বর যদি হারিয়ে ফেলেন, তা হলে যেকোনো সময় আপনার কম্পিউটার থেকে জিমেইলে লগ-ইন করে ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন বা এই সুবিধা বাদ দিতে পারবেন। এই সুবিধা চালু করার সুবিধা হলো, আপনার জিমেইল সব সময় নিরাপদ থাকবে, কখনো হ্যাক হবে না। 
—মো. আমিনুর রহমান

Sunday, September 9, 2012

উইন্ডোজ ৭-এর সেটিংস

বর্তমান সময়ের ল্যাপটপগুলোতে উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া থাকে। উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম প্রায় একই রকম। যাঁরা অনেক দিন ধরে উইন্ডোজ এক্সপি ব্যবহার করে এসেছেন, তাঁদের কাছে প্রথম প্রথম উইন্ডোজ-৭ একটু অসুবিধা হতে পারে। কারণ, উইন্ডোজ এক্সপির প্রায় সব সেটিংস উইন্ডোজ ৭-এ থাকলেও প্রথম প্রথম সেগুলো খুঁজে পাওয়া যায় না। উইন্ডোজ-৭-এ সব কমন সেটিংস একই জায়গায় পেতে হলে প্রথমে Start থেকে Control Panel-এ ক্লিক করুন। তারপর সবার ওপরে অ্যাড্রেসবারে Control Panel-এর পাশের অ্যারোতে ক্লিক করে All Control Panel Items নির্বাচন করুন। এখন উইন্ডোজ এক্সপির মতো উইন্ডোজ-৭-এর প্রায় সব সেটিংয়ের অপশনই এখানে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারেন। 
মো. আমিনুর রহমান

Thursday, September 6, 2012

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট!

আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশে Home এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com /settings?ref=mb ঠিকানায় যান। এখন বাঁ পাশ থেকে Security-তে ক্লিক করুন। এখন Login Approvals-এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করুন। তারপর Require me to enter a security code…বক্সে টিকচিহ্ন দিন। টিকচিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue তে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন। (Login Notifications-এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করে Email এবং Text message বক্সেও টিকচিহ্ন দিয়ে Save-এ ক্লিক করে রাখতে পারেন।) এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে পুনরায় আবার ফেসবুকে লগইন করুন।
দেখবেন Name New Device নামে একটি পেজ এসেছে। সেখানে Device name বক্সে কোনো নাম লিখে Save Device-এ ক্লিক করুন। এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না। 
—মো. আমিনুর রহমান

কম্পিউটারের গতি বাড়ান

My Computer-এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Advanced Settings নির্বাচন করে Performance-এর নিচে Settings-এ ক্লিক করুন। এখন Customs নির্বাচন করে সবার নিচের বক্সের টিক চিহ্নটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে ok করুন।