Wednesday, September 19, 2012

নিরাপদে রাখুন জিমেইল

আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তা হলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে জি-মেইলে লগ-ইন করে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল ঠিকানার পাশের অ্যারোতে ক্লিক করে অ্যাকাউন্ট-এ ক্লিক করুন বা সরাসরি www.google.com/settings/account?hl=en ঠিকানায় যান। এখন বাঁ পাশ থেকে সিকিউরিটি-তে ক্লিক করুন।
এখন টু-সেটআপ ভেরিফিকেশন স্ট্যাটাস: অফ-এর পাশে এডিট-এ ক্লিক করুন। নতুন করে আবার লগ-ইন করার পেজ এলে লগ-ইন করুন। তারপর স্টার্ট সেটআপ বাটনে ক্লিক করুন। এখন ফোন নম্বর বক্সে আপনার মোবাইল ফোন নম্বর লিখে সেন্ড কোড বাটনে ক্লিক করুন। আপনার মুঠোফোনে একটি কোড নম্বর আসবে। এটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করুন। এখন নেক্সট-এ ক্লিক করুন। তারপর কনফার্ম-এ ক্লিক করুন।
এখন থেকে প্রত্যেকবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে চাইলে আপনার মুঠোফোনে একটি কোড নাম্বার আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করলেই আপনার জি-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। আপনার ফোন নম্বর যদি হারিয়ে ফেলেন, তা হলে যেকোনো সময় আপনার কম্পিউটার থেকে জিমেইলে লগ-ইন করে ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন বা এই সুবিধা বাদ দিতে পারবেন। এই সুবিধা চালু করার সুবিধা হলো, আপনার জিমেইল সব সময় নিরাপদ থাকবে, কখনো হ্যাক হবে না। 
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment