Tuesday, December 28, 2010

বাড়িয়ে নিন কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি

কম্পিউটারের র‌্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায় এবং একসঙ্গে একাধিক প্রোগ্রাম চালালে প্রায়ই কম্পিউটার হ্যাং করে। কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে এ সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারেন। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance-এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো আসলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামতো size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের size-এর দ্বিগুণ এবং Maximum size-এ র‌্যামের size-এর চারগুণ দিলে ভাল হয়।

Monday, December 27, 2010

কি-বোর্ড দিয়েই চালু করুন কম্পিউটার

আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন। Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ কোনো একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করতে পারেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যাবে।

Saturday, December 25, 2010

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলগুলো Hero MP3 Player দিয়ে খুব সহজেই অডিও ফাইলে রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো Hero MP3 Player দিয়ে ওপেন হয় না, যেমন *.wmv, *.avi এই ফাইলগুলো Windows Movie maker দিয়ে অডিও ফাইলে রূপান্তর করা যায়। এর জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker-এ ক্লিক করুন। তারপর Import video-তে ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির নিচে create clips for video files বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে ব্রাউজ করে যে ফাইলটির মেমোরি কমাতে চান সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে ক্লিক করে ধরে টেনে এনে নিচের Audio/Music বক্সে ছেড়ে দেন এবং ওপরের ভিডিও ফাইলটি ডিলিট করে দেন। এখন ওপরে File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো আসলে Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করে দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইলে রূপান্তরিত হয়েছে।

Tuesday, December 21, 2010

সহজে বন্ধ করুন পেনড্রাইভের অটোরান

ডাটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় পেনড্রাইভ। কম্পিউটারে ভাইরাস ছড়ানোর জন্যও দায়ী পেনড্রাইভ। ডাটা স্থানান্তরের জন্য যখন কম্পিউটারে পেনড্রাইভ লাগানো হয় তখন অনেক সময় পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায় এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়ে।পেনড্রাইভের অটোপ্লে বা অটোরান বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে gpedit.msc লিখে ok-তে ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে সেটিতে User configuration-এর বাম পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর বাম পাশের (+)-এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে ডবল ক্লিক করে Enable নির্বাচন করে Turn off Autoplay on অংশে All drives নির্বাচন করে ok করে বেরিয়ে আসুন।পেনড্রাইভ কখনো ডবল ক্লিক করে খুলবেন না। প্রয়োজনে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে ফোল্ডার অপশনের সাহায্যে বা মাই কম্পিউটার ওপেন করে অ্যাড্রেসবারের পপ-আপ মেনুতে ক্লিক করে পেনড্রাইভ নির্বাচন করে খুলুন।

Thursday, December 16, 2010

সিডি ডিভিডি ড্রাইভ নিষ্ক্রিয় করা

কম্পিউটারের সিডি ও ডিভিডি-রম ড্রাইভকে প্রয়োজনে নিষ্ক্রিয় করে রাখা যায়।এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাই কম্পিউটারে ডান ক্লিক করে প্রোপারটিজে যেতে হবে। এখন Hardware থেকে Device Manager-এ ক্লিক করুন। CD/DVD ROM drives-এ ডাবল ক্লিক করুন। এখন সিডি/ডিভিডি ড্রাইভে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Disable নির্বাচন করুন। একটি উইন্ডো আসবে তাতে Yes ক্লিক করে বেরিয়ে আসুন।এখন দেখবেন সিডি/ডিভিডি ড্রাইভটি আর দেখা যাচ্ছে না এবং এটি আর কাজও করছে না। সিডি/ডিভিডি ড্রাইভটি আবার সক্রিয় করতে চাইলে একই পদ্ধতিতে Disable-এর পরিবর্তে Enable-এ ক্লিক করে বেরিয়ে আসুন। তখন দেখবেন সিডি/ডিভিডি ড্রাইভটি আবার দেখা যাচ্ছে এবং কাজও করছে। একইভাবে ফ্লপি ড্রাইভকেও নিষ্ক্রিয় করা যায়। এখন যেহেতু ফ্লপি ড্রাইভ আর ব্যবহূত হয় না, তাই ফ্লপি ড্রাইভকে নিষ্ক্রিয় করে রাখাই ভালো। সিডি/ডিভিডি ড্রাইভকে Uninstall করতে চাইলে একইভাবে Disable-এর পরিবর্তে Uninstall নির্বাচন করে ok করুন। Uninstall করলেও সিডি/ডিভিডি ড্রাইভ দেখা যায় না এবং কাজ করে না।আবার install করতে চাইলে কম্পিউটার Restart দিন বা Control panel-এ গিয়ে Add Hardware-এ ডাবল ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Finish দিয়ে বেরিয়ে আসুন। দেখবেন সিডি/ডিভিডি ড্রাইভটি আবার দেখা যাচ্ছে এবং কাজও করছে।

Saturday, December 11, 2010

Thursday, December 9, 2010

ই-মেইল পাঠানোর সহজ উপায়

অনেকেই অনেক দিন ধরে ই-মেইল আদান-প্রদান করেন কিন্তু To, Cc, Bcc, Send, Reply, Reply to All, Forward ইত্যাদি শব্দগুলোর ব্যবহার ভালো করে জানেন না।
To: এক সঙ্গে অনেককে মেইল পাঠাতে To ফিল্ডে কমা দিয়ে মেইল অ্যাড্রেসগুলো লিখতে হয়। To ফিল্ডের সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে।
Cc (Carbon copy): To-এর মতো সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতেn পারবে। To-তে একজনের মেইল আইডি লিখে বাকিগুলো Cc-তে লেখা হয়।
Bcc (Blind carbon copy): Bcc আইডিগুলো To এবং Cc আইডিগুলোকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে। কিন্তু To ও Cc আইডিগুলো Bcc আইডিগুলোকে দেখতে পারবে না এবং রিপ্লাইও দিতে পারবে না। একাধিক Bcc আইডি একে অপরকে দেখতে পারবে না, রিপ্লাইও দিতে পারবে না।
Send: Send-এ ক্লিক করলে To, Cc ও Bcc-তে যতগুলো আইডি আছে সবগুলো আইডিতে একসঙ্গে একই মেইল যাবে।
Reply: যে আইডি থেকে মেইলটি এসেছে অর্থাৎ From-এ যে আইডিটি আছে, সেই আইডিকে রিপ্লাই দিতে Reply-এ ক্লিক করতে হয়।
Reply to All: From, To ও Cc-তে যতগুলো আইডি আছে, সবগুলো আইডিকে একসঙ্গে রিপ্লাই দিতে Reply to All-এ ক্লিক করতে হয়।
Forward: যে আইডি থেকে মেইলটি এসেছে অর্থাৎ From-এ যে আইডিটি আছে বা To ও Cc তে যে আইডিগুলো আছে, তাদের কাউকে রিপ্লাই না দিয়ে অন্য কাউকে Inbox-এর মেইলটি পাঠাতে Forward-এ ক্লিক করতে হয়। অথবা Sent Mail থেকে কোনো মেইল অন্য কাউকে পাঠাতে Forward-এ ক্লিক করতে হয়।
-মো. আমিনুর রহমান