Tuesday, May 31, 2011

পুরো পৃষ্ঠার স্ক্রিনশট!

অনেক সময় ওয়েবপেজ দেখার সময় ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) খোলা পুরো পৃষ্ঠার ছবি (স্ক্রিনশট) সংগ্রহ করার প্রয়োজন হয়। কিন্তু পৃষ্ঠাটি যদি বড় হয় এবং মনিটরে যদি পুরোটা না দেখা যায়, তখন পুরো পেজের স্ক্রিনশট নিতে অনেক সমস্যা হয়।মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে মাত্র ৭০ কিলোবাইটের ছোট একটি প্রোগ্রাম (অ্যাড-অন) যোগ করে খুব সহজেই পুরো পৃষ্ঠার স্ক্রিনশট নিতে পারেন। এ জন্য প্রথমে ফায়ারফক্স খুলে https://addons.mozilla.org/en-US/firefox/addon/screengrab ঠিকানায় গিয়ে Add to Firefox বাটনে ক্লিক করতে হবে।নতুন উইন্ডো এলে Install Now-এ ক্লিক করুন। ৭০ কিলোবাইটের ছোট একটি অ্যাড-অন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে আবার চালু হবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো ওয়েবপেজ খুলে তাঁর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করলে দেখবেন, সবার নিচে ScreenGrab নামে একটি অপশন যোগ হয়েছে। এখন যে পেজের স্ক্রিনশট নিতে চান, তার ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে সবার নিচ থেকে ScreenGrab>Save>Complete page/Frame-এ ক্লিক করে PNG বা JPG ফরম্যাটে স্ক্রিনশটটি সেভ করতে পারবেন।

Monday, May 30, 2011

ফেসবুকের স্ট্যাটাস মুঠোফোনে

ফেসবুকের নোটিফিকেশনসসহ সবকিছুর খবর বিনামূল্যে মুঠোফোনেই জানা যায়। এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকে (লগ-ইন) ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন অথবা www.facebook.com/mobile/?settings ঠিকানায় যান। এখন Register for Facebook Text Messages লিংকে ক্লিক করুন। Mobile Carrier-এ বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। আপনার মুঠোফোন থেকে F লিখে 32665-এ বার্তা (এসএমএস) পাঠান। ফিরতি বার্তায় আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখুন। মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next-এ ক্লিক করুন। আর গ্রামীণফোন ব্যবহারকারীরা গ্রামীণফোন থেকে Fb লিখে 2555 নম্বরে মেসেজ পাঠান। ফিরতি মেসেজে আপনার কাছে একটি কোড নম্বর আসবে।এখন www.facebook.com/mobile/?settings ঠিকানা থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন (গ্রামীণফোনের ক্ষেত্রে আপনার মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ হয়ে যেতে পারে, বাদ দিতে চাইলে ফেসবুক প্রোফাইল থেকে ইনফোয় গিয়ে এডিটে ক্লিক করে বাদ দিতে পারবেন)। এখন কোন কোন নোটিফিকেশন মুঠোফোনে পেতে চান, সেগুলো নির্বাচন করুন। আরও বিস্তারিতভাবে দেখে নির্বাচন করতে চাইলে Which text notifications should go to my phone?-এর নিচে Click here-এ ক্লিক করুন। এখন Whose status updates should go to my phone?-এর নিচের বক্সে আপনার ফেসবুক বন্ধুদের নাম লিখুন। যাদের নাম লিখবেন, তারা যখন ফেসবুকে নতুন স্ট্যাটাস দেবে, তখন সেই স্ট্যাটাসটি মেসেজ হয়ে আপনার মুঠোফোনে আসবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না।

Thursday, May 26, 2011

ফেসবুক চ্যাটিংয়ে বৈচিত্র্য

ফেসবুকে চ্যাট করার সময় লেখার মধ্যে বৈচিত্র্য আনতে পারেন। যেমন: চ্যাট করার সময় লেখাকে বোল্ড করতে চাইলে ** প্রতীক দুটির মধ্যে বার্তা লিখুন। *hi* লিখে চ্যাট করলে অপর প্রান্ত থেকে দেখবে hi, তেমনি লেখার নিচে আন্ডারলাইন দিতে চাইলে লিখুন _hi_, অপর প্রান্ত থেকে দেখবে hi।

Tuesday, May 24, 2011

ছবি থেকে লেখা উদ্ধার

*.pdf, *.jpg, jpeg, *.gif, *.bmp ইত্যাদি ছবির ফাইলথেকে খুব সহজেই পরিবর্তনযোগ্য (এডিটেবল) লেখা (টেক্সট) উদ্ধার করার সফটওয়্যার পাওয়া যায় ইন্টারনেটে।বিনা মূল্যের এমন একটি সফটওয়্যার হলো ওসিআর কনভার্ট।লেখা স্ক্যান করে বানানো ছবি থেকেও লেখা টেক্সট ফাইলের উপযোগী করে উদ্ধার করতে পারবেন এটি দিয়ে।প্রথমে www.ocrconvert.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Input থেকে Browse-এ ক্লিক করে ছবির যে ফাইল থেকে লেখা উদ্ধার করতে চান, সেটি নির্বাচন করুন। তারপর Lang নির্বাচন করে Output থেকে Process-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ফাইলটি টেক্সট ফাইলে রূপান্তরিত হয়েছে। এখন ফাইলটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ইমেজের লেখাগুলো দেখাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে লেখাগুলো কপি করে অন্য কোনো ফাইলেও সেভ করে রাখতে পারেন।

Monday, May 23, 2011

মোবাইল ফোনে তথ্য রাখুন কম্পিউটারে

আজকাল অনেকেই পরিচিত সবার নাম, মোবাইল ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেন।যেকোনো সময় মোবাইল ফোনটি চুরি-ছিনতাই হতে পারে, হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন গুরুত্বপূর্ণ নম্বর, তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় বিভিন্ন কারণে মোবাইল ফোনের মেমোরি ফ্ল্যাশ করতে হয়। তখনো সব তথ্যই মুছে যায়। এর একটি সমাধান—মোবাইল ফোনের সব তথ্য কম্পিউটারে রেখে দেওয়া (ব্যাক-আপ)।কম্পিউটারে মোবাইল ফোনের তথ্য রাখার জন্য নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্য্যুইট ইনস্টলকরতে হবে।এটি পাওয়া যাবে http://www.nokia-asia.com/support/download-software/nokia-pc-suites/compatibility-and-download#download ঠিকানার ওয়েবসাইটে।তারপর ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite খুলে Backup আইকনে ক্লিক করুন (File\Backup)। আবার Backup-এ ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান, সেগুলোর একটি তালিকা আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে, তার একটি লিংক আসবে। এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে। মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে আনার জন্য (রিস্টোর) একইভাবে পিসি স্যুইট খুলে Backup-এ ক্লিক করুন। তারপর Restore-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।

Saturday, May 21, 2011

ই-মেইল ঠিকানা চুরি হয়েছে?

আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যাঁরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করা যায়।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/support/accounts/bin/request.py?hl=en&contact_type=acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।