*.pdf, *.jpg, jpeg, *.gif, *.bmp ইত্যাদি ছবির ফাইলথেকে খুব সহজেই পরিবর্তনযোগ্য (এডিটেবল) লেখা (টেক্সট) উদ্ধার করার সফটওয়্যার পাওয়া যায় ইন্টারনেটে।বিনা মূল্যের এমন একটি সফটওয়্যার হলো ওসিআর কনভার্ট।লেখা স্ক্যান করে বানানো ছবি থেকেও লেখা টেক্সট ফাইলের উপযোগী করে উদ্ধার করতে পারবেন এটি দিয়ে।প্রথমে www.ocrconvert.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Input থেকে Browse-এ ক্লিক করে ছবির যে ফাইল থেকে লেখা উদ্ধার করতে চান, সেটি নির্বাচন করুন। তারপর Lang নির্বাচন করে Output থেকে Process-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ফাইলটি টেক্সট ফাইলে রূপান্তরিত হয়েছে। এখন ফাইলটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ইমেজের লেখাগুলো দেখাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে লেখাগুলো কপি করে অন্য কোনো ফাইলেও সেভ করে রাখতে পারেন।
No comments:
Post a Comment