ফেসবুকে চ্যাট করার সময় লেখার মধ্যে বৈচিত্র্য আনতে পারেন। যেমন: চ্যাট করার সময় লেখাকে বোল্ড করতে চাইলে ** প্রতীক দুটির মধ্যে বার্তা লিখুন। *hi* লিখে চ্যাট করলে অপর প্রান্ত থেকে দেখবে hi, তেমনি লেখার নিচে আন্ডারলাইন দিতে চাইলে লিখুন _hi_, অপর প্রান্ত থেকে দেখবে hi।
No comments:
Post a Comment