Monday, May 30, 2011

ফেসবুকের স্ট্যাটাস মুঠোফোনে

ফেসবুকের নোটিফিকেশনসসহ সবকিছুর খবর বিনামূল্যে মুঠোফোনেই জানা যায়। এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকে (লগ-ইন) ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন অথবা www.facebook.com/mobile/?settings ঠিকানায় যান। এখন Register for Facebook Text Messages লিংকে ক্লিক করুন। Mobile Carrier-এ বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। আপনার মুঠোফোন থেকে F লিখে 32665-এ বার্তা (এসএমএস) পাঠান। ফিরতি বার্তায় আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখুন। মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next-এ ক্লিক করুন। আর গ্রামীণফোন ব্যবহারকারীরা গ্রামীণফোন থেকে Fb লিখে 2555 নম্বরে মেসেজ পাঠান। ফিরতি মেসেজে আপনার কাছে একটি কোড নম্বর আসবে।এখন www.facebook.com/mobile/?settings ঠিকানা থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন (গ্রামীণফোনের ক্ষেত্রে আপনার মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ হয়ে যেতে পারে, বাদ দিতে চাইলে ফেসবুক প্রোফাইল থেকে ইনফোয় গিয়ে এডিটে ক্লিক করে বাদ দিতে পারবেন)। এখন কোন কোন নোটিফিকেশন মুঠোফোনে পেতে চান, সেগুলো নির্বাচন করুন। আরও বিস্তারিতভাবে দেখে নির্বাচন করতে চাইলে Which text notifications should go to my phone?-এর নিচে Click here-এ ক্লিক করুন। এখন Whose status updates should go to my phone?-এর নিচের বক্সে আপনার ফেসবুক বন্ধুদের নাম লিখুন। যাদের নাম লিখবেন, তারা যখন ফেসবুকে নতুন স্ট্যাটাস দেবে, তখন সেই স্ট্যাটাসটি মেসেজ হয়ে আপনার মুঠোফোনে আসবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না।

No comments:

Post a Comment