আপনার বাসার বা অফিসের কম্পিউটার হয়তো অনেকেই ব্যবহার করেন। কাজের সময়ও হয়তো অনেকে ফেসবুক বা অন্য কোনো সাইটে অনেক সময় ব্যয় করেন। তাছাড়া পর্নো সাইটগুলো সব সময় শিশুদের কাছ থেকে দূরে রাখতে হয়। আপনি ওয়েব ব্রাউজারের History-তে ক্লিক করেই দেখতে পারেন বাসার বা অফিসের অন্যরা কোন সাইটগুলোতে ভিজিট করেন।
প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন। তাহলে আর এই কম্পিউটার দিয়ে ওই সাইটগুলোতে কেউ ভিজিট করতে পারবে না। ওয়েবসাইট সাধারণত দুই ভাবে ব্লক করা হয়ে থাকে। ১. আইপি অ্যাড্রেস দিয়ে ২. কম্পিউটার থেকে। আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ওয়েবসাইট ব্লক করলে আইপি অ্যাড্রেস পরিবর্তন করলেই ওই সাইটে প্রবেশ করা যায়। কম্পিউটার থেকে কোনো ওয়েবসাইট ব্লক করার জন্য প্রথমে C:/windowsystem32/drivers/etc\ ঠিকানায় গিয়ে hosts ফাইলে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে open-এ ক্লিক করুন। এখন Notepad নির্বাচন করে ok-তে ক্লিক করুন। hosts ফাইলটি ওপেন হলে দেখবেন শেষ লাইনে 127.0.0.1 localhost লেখা আছে। এখন যে ওয়েবসাইটটি ব্লক করতে চান তার ঠিকানা 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন। যেমন, আপনি যদি www.facebook.com সাইটটি ব্লক করতে চান তাহলে 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন 127.0.0.1 www.facebook.com। এখন hosts ফাইলটি সেভ করুন। এখন থেকে আপনার কম্পিউটার দিয়ে আর ফেসবুক ওপেন হবে না। একইভাবে আপনি একাধিক ওয়েবসাইটও ব্লক করতে পারবেন। আবার আনব্লক করতে চাইলে একইভাবে 127.0.0.1 localhost-এর পরের লাইনগুলো ডিলিট করে দিয়ে সেভ করুন।
—মো. আমিনুর রহমান
প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন। তাহলে আর এই কম্পিউটার দিয়ে ওই সাইটগুলোতে কেউ ভিজিট করতে পারবে না। ওয়েবসাইট সাধারণত দুই ভাবে ব্লক করা হয়ে থাকে। ১. আইপি অ্যাড্রেস দিয়ে ২. কম্পিউটার থেকে। আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ওয়েবসাইট ব্লক করলে আইপি অ্যাড্রেস পরিবর্তন করলেই ওই সাইটে প্রবেশ করা যায়। কম্পিউটার থেকে কোনো ওয়েবসাইট ব্লক করার জন্য প্রথমে C:/windowsystem32/drivers/etc\ ঠিকানায় গিয়ে hosts ফাইলে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে open-এ ক্লিক করুন। এখন Notepad নির্বাচন করে ok-তে ক্লিক করুন। hosts ফাইলটি ওপেন হলে দেখবেন শেষ লাইনে 127.0.0.1 localhost লেখা আছে। এখন যে ওয়েবসাইটটি ব্লক করতে চান তার ঠিকানা 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন। যেমন, আপনি যদি www.facebook.com সাইটটি ব্লক করতে চান তাহলে 127.0.0.1 localhost-এর পরের লাইনে লিখুন 127.0.0.1 www.facebook.com। এখন hosts ফাইলটি সেভ করুন। এখন থেকে আপনার কম্পিউটার দিয়ে আর ফেসবুক ওপেন হবে না। একইভাবে আপনি একাধিক ওয়েবসাইটও ব্লক করতে পারবেন। আবার আনব্লক করতে চাইলে একইভাবে 127.0.0.1 localhost-এর পরের লাইনগুলো ডিলিট করে দিয়ে সেভ করুন।
—মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment