Thursday, May 10, 2012

সহজে ইউটিউবের ভিডিও ডাউনলোড

ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে https://addons.mozilla.org/en-US/ firefox/addon/1-click-youtube-video-download/ ঠিকানায় গিয়ে Add to Firefox বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install Now-এ ক্লিক করলে কয়েক কিলোবাইটের একটি সফটওয়্যার ইনস্টল হবে। তারপর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে আবার ওপেন হবে। এখন ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেটি ওপেন করলে ভিডিওটির নিচে FLV, 3GP, MP4 ইত্যাদি লেখা দেখা যাবে। সেখান থেকে যে লেখাটির ওপর ক্লিক করবেন ইউটিউবের ভিডিওটি সেই ফরমেটেই আপনার কম্পিউটারের ডাউনলোড হবে।
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment