Monday, May 7, 2012

পুরো পৃষ্ঠার ছবি!

অনেক সময় ওয়েবপেজ দেখার সময় সফটওয়্যারে (ব্রাউজার) খোলা পুরো পৃষ্ঠার ছবি (স্ক্রিনশট) নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু পৃষ্ঠাটি যদি বড় হয় এবং মনিটরে যদি পুরো পৃষ্ঠা না দেখা যায় তবে পুরো পৃষ্ঠাটির স্ক্রিনশট নিতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্সের সঙ্গে ৭০ কিলোবাইটের ছোট্ট একটি প্রোগ্রাম (অ্যাড-অন) যোগ করে খুব সহজেই পুরো ওয়েবসাইটের পুরো পৃষ্ঠার স্ক্রিনশট নিতে পারেন।
এ জন্য প্রথমে মজিলা ফায়ারফক্স খুলে https://addons.mozilla.org/en-US/firefox/addon/screengrab ঠিকানায় গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে Install Now-এ ক্লিক করুন। প্রোগ্রামটি ইনস্টল হওয়ার পর Restart Firefox-এ ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার চালু হবে। এখন মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কোনো ওয়েবপেজ খুলে তার ওপর মাউস রেখে ডান ক্লিক করলে দেখবেন, সবার নিচে ScreenGrab নামের একটি অপশন যোগ হয়েছে। এখন যে পেজের স্ক্রিনশট নিতে চান তার ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে সবার নিচে থেকে ScreenGrab>Save>Complete page/Frame-এ ক্লিক করে PNG বা JPG ফরম্যাটে স্ক্রিনশটটি সেভ করতে পারবেন। 
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment