Sunday, January 31, 2010

কম্পিউটারের সিস্টেম রিস্টোর বন্ধ করে দিন

অনেক সময় কম্পিউটারের সিস্টেম রিস্টোরে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে হার্ডডিস্কের মেমোরি দখল করে রাখে। এমনকি অনেক ভাইরাসও সেখানে আসন পেতে বসে, যা পুনরায় অপারেটিং সিস্টেম সেটআপ দিলেও সেই সিস্টেম রিস্টোরের মেমোরির কোনো পরিবর্তন হয় না। কম্পিউটারের সিস্টেম রিস্টোর বন্ধ করে দিতে চাইলে প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ টিক চিহ্ন দিয়ে OK-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। দেখবেন কম্পিউটারের সিস্টেম রিস্টোর বন্ধ হয়ে গেছে। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions for known file types ও Hide protected operating system files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন দেখবেন হার্ডডিস্কের প্রত্যেকটি ড্রাইভে System Volume Information নামে একটি লুকায়িত ফোল্ডার দেখা যাচ্ছে এবং সেটির ভেতরে কোনো ডেটা নেই এবং কম্পিউটারে ফাঁকা অংশের পরিমাণও অনেক বেড়ে গেছে।

Thursday, January 28, 2010

ব্রাউজারে ওয়েবপেইজের ফন্ট ছোট-বড় করা

 ইন্টারনেটে ব্রাউজার দেখার ওয়েবপেইজ দেখার সময় মাঝেমাঝে লেখার ফন্ট অনেক ছোট দেখায়। আবার কিছু কিছু ওয়েবপেইজের ফন্ট থাকে অনেক বড়; যা পড়তে খুব সমস্যা হয়। ওয়েবপেইজের লেখার ফন্ট ছোট-বড় করার জন্য কিবোর্ড থেকে CTRL কি চেপে ধরে চাকাওয়ালা মাউসের স্ক্রলিং (চাকা) ওপরে-নিচ করলে ওয়েবপেইজের লেখার ফন্টও ছোট-বড় করা যাবে।

Wednesday, January 27, 2010

মনিটরের পর্দা ওলট-পালট হয়ে যাওয়া

অনেক সময় দেখা যায় মনিটরের পর্দা ওলট-পালট হয়ে যায়। অর্থাত্ পর্দার ওপরের অংশ নিচে চলে যায় অথবা ডান পাশের অংশ বাঁ পাশে চলে যায়। যদি কখনো এমন হয় তাহলে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে ওপরে-নিচে ডানে-বাঁয়ের অ্যারোগুলো চাপুন, দেখবেন মনিটরের পর্দাও পরিবর্তন হচ্ছে।

Monday, January 25, 2010

কম্পিউটারের তারিখের ধরন বদলে নিন

আমরা সাধারণত দিন-তারিখ লিখি‘দিন-মাস-বছর’ হিসেবে। কিন্তু কম্পিউটারে তারিখ থাকে ‘মাস-দিন-বছর’ হিসেবে। তাই প্রায়ই আমাদের দিন ও মাস নিয়ে সমস্যায় পড়তে হয়। কম্পিউটারের দিন-তারিখ দেখানোর ধরন পরিবর্তন করা যায় খুব সহজেই।কম্পিউটারের তারিখের ধরন বা ফরম্যাট পরিবর্তন করার জন্য প্রথমে Control panel-এ গিয়ে Regional and Language options-এ দুই ক্লিক করুন। এখন Customize-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Date-এ ক্লিক করুন। এখন Short date format-এ দেখুন mm-dd-yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yyyy নির্বাচন করে OK করুন। পরের উইন্ডোতে আবার ok করুন। এখন দেখবেন আপনার কম্পিউটারের তারিখ পরিবর্তিত হয়ে দিন-মাস-বছরে রূপান্তরিত হয়েছে।
—মো. আমিনুর রহমান

পর্দা জুড়ে ব্রাউজার

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) সাধারণমনিটরের পুরো পর্দা জুড়ে দেখা যায় না।কিন্তু অনেক সময় ওয়েবপেইজের স্ক্রিন শট নেওয়ার জন্য বা অন্য কোনো কাজে ওয়েবপেইজ ফুল স্ক্রিন করতে হয়। মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওয়েবপেইজ খুলে কিবোর্ড থেকে F11 কি চেপে খুব সহজেই ওয়েবপেইজ ফুল স্ক্রিন করা যায়। একইভাবে F11 কি চেপে আবার আগের অবস্থায়ও ফিরে আসা যায়।

Sunday, January 24, 2010

বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব ফিরিয়ে আনা

সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে ওয়েবসাইট দেখার সময় প্রয়োজনে অনেক ট্যাব খুলতে হয়, বন্ধ করতে হয়। কিন্তু অনেক সময় বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার কাজে লাগে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার ফিরিয়ে আনতে কিবোর্ড থেকে CTRL + Shift + T চাপুন। যতবার চাপবেন ততবারই বন্ধ করা ব্রাউজার ট্যাব ফিরে আসবে। এ পদ্ধতিটি সব ধরনের ব্রাউজারের ক্ষেত্রেই কাজ করে।