Wednesday, January 27, 2010

মনিটরের পর্দা ওলট-পালট হয়ে যাওয়া

অনেক সময় দেখা যায় মনিটরের পর্দা ওলট-পালট হয়ে যায়। অর্থাত্ পর্দার ওপরের অংশ নিচে চলে যায় অথবা ডান পাশের অংশ বাঁ পাশে চলে যায়। যদি কখনো এমন হয় তাহলে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে ওপরে-নিচে ডানে-বাঁয়ের অ্যারোগুলো চাপুন, দেখবেন মনিটরের পর্দাও পরিবর্তন হচ্ছে।

No comments:

Post a Comment