Wednesday, March 30, 2011

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলকে হিরো এমপিথ্রি প্লেয়ার সফটওয়্যার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না (যেমন *.wmv, *.avi) সেসবের রূপান্তরের কাজটি করতে হবে উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার দিয়ে। ভিডিও থেকে অডিও ফাইলেরূপান্তরের জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker খুলতে হবে।এরপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে মাউস দিয়ে টেনে এনে (ড্র্যাগ) নিচের Audio/Music বক্সে ছেড়ে দিতে হবে।ওপরের ভিডিও ফাইলটি মুছে ফেলুন। এখন File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next, Next, Next-এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করে দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos -এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইল এ রূপান্তরিত হয়েছে।

Saturday, March 26, 2011

কি বোর্ডের এক ডজন F

কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায়।
F1: সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
F2: সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4: ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5: মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6: এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7: ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
F8: অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9: কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10: ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12: ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

Sunday, March 13, 2011

বাংলা লেখাকে ইউনিকোডে রুপান্তর।

ওয়েবসাইটে একই সাথে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানিং ওয়েবসাইট গুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কি-গুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফ্‌টওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোড-এ বাংলা লিখতে মাঝে মধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কি বর্ণ লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড layout এর সাহায্য নিতে হয়। কিন্তু আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্ট-এ রুপান্তর করতে পারেন। এর জন্য প্রথমে ২.৪২ মেগাবাইটের একটি সফ্‌টওয়্যার বিনামূল্যে নামিয়ে (Download) ইনস্টল করুন। তারপর সফ্‌টওয়্যারটি রান করে পাঁচটি অপশন থেকে তিননম্বর অপশনটি (ডক ফাইল এর ক্ষেত্রে) নির্বাচন করেGo তে ক্লিক করুন। এখন Add File বাটনে ক্লিক করে আপনি যে ডক ফাইলটি রুপান্তর করতে চান সেটি নির্বাচন করে Convert-ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ডক ফাইলটি ইউনিকোড ডক ফাইল-এ রুপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট হয়েছে। এই সফ্‌টওয়্যারটি দিয়ে আপনি টেক্স ফাইল, মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, এক্সেল, একসেস ইত্যাদি ফাইল ইউনিকোড এ রুপান্তরিত করতে পারবেন।

Saturday, March 12, 2011

মাইকম্পিউটারের টুলবারে Refresh বাটন যোগ করা

কম্পিউটার ব্যবহারকারীগণ কারণে অকারণে সবসময়ই কম্পিউটার Refresh করে থাকেন। বার বার কম্পিউটার Refresh করা আবার অনেকের অভ্যাসে পরিণত হয়। কিন্তু মাই কম্পিউটারের টুলবারে Refresh বাটন না থাকাতে কম্পিউটার Refresh করতে অনেক সমস্যা হয়। মাই কম্পিউটারের টুলবারে Refresh বাটন যোগ করার জন্য প্রথমে মাই কম্পিউটার ওপেন করে View-তে ক্লিক করে Toolbars থেকে Customize-এ যান। এখন বাম পাশ থেকে Refresh নির্বাচন করে Add বাটনে ক্লিক করুন। Refresh বাটনকে টুলবারের ডানে বামে সরাতে চাইলে ডানপাশ থেকে Refresh নির্বাচন করে Move Up বা Move Down বাটনে ক্লিক করুন। এখন Text options বক্স থেকে Show text labels নির্বাচন করে ডান পাশ থেকে Close বাটনে ক্লিক করুন। দেখবেন মাই কম্পিউটারের টুলবারে Refresh বাটন যোগ হয়েছে।

ই-মেইল আইডি হ্যাকিং হয় যেভাবে!

ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে অনেকের ইমেইল আইডি, ফেসবুক আইডি হ্যাকিং হচ্ছে। ইমেইল আইডি সাধারনত হ্যাকিং হয় দুই ভাবে। ১.কমন পাসওয়ার্ড ব্যবহারের কারণে। ২.নিরাপত্তা প্রশ্নের মাধ্যমে। অনেকেই তাদের ইমেইল, ফেসবুক আইডির পাসওয়ার্ড ব্যবহার করেন নিজের নাম, নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, নামের শেষে রোল নাম্বার, বছর, ঘনিষ্ট বন্ধুর নাম, মোবাইল নাম্বার, abcdef, ১২৩৪৫৬ ইত্যাদি। এসব পাসওয়ার্ড ব্যবহার করলে ইমেইল আইডি হ্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ইমেইল আইডি সবচেয়ে বেশি হ্যাকিং হয় নিরাপত্তা প্রশ্নের মাধ্যমে। ইমেইল আইডি তে কিছু কমন নিরাপত্তা প্রশ্ন থাকে। যেমন আপনার প্রিয় লেখকের নাম, আপনার প্রথম স্কুলের নাম, আপনার প্রথম ফোন নম্বর ইত্যাদি। এগুলোর উত্তরও সাধারণত কমন হয়। যেমন আপনার প্রথম স্কুলের নাম, আপনার প্রথম ফোন নম্বর, আপনার প্রিয় লেখকের নাম ইত্যাদি প্রশ্নের উত্তর অনেকেরই জানা থাকে। তাছাড়া দু-চার জন কমন লেখকের নাম সবাই ব্যবহার করে।
 
প্রতিকারঃ
.নিরাপত্তা প্রশ্নের উত্তরে এমন উত্তর লিখবেন যাতে কেউ ধারনা করতে না পারে। যেমন আপনার প্রিয় লেখকের নাম এর উত্তরে অন্য কোন নাম লিখতে পারেন। নামটি যত বড় হয় ততই ভালো।
.পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রেও বড় পাসওয়ার্ড লিখবেন। এবং তাতে বর্ণ, সংখ্যা, ডট, কমা, ডলার সাইন ইত্যাদির মিশ্রণ থাকলে ভালো হয়।
.যেসব কম্পিউটার একাধিক মানুষ ব্যবহার করে সেসব কম্পিউটারে লগইন করার সময় ব্রাউজার থেকে আপনার পাসওয়ার্ড সেভ করতে চান কি-না বার্তা আসলে No তে ক্লিক করবেন এবং কাজ শেষে করে লগআউট করতে ভুলবেন না।
.ইমেইল ঠিকানায়, ফেসবুক একাউন্টে অলটারনেটিভ ইমেইল নামে একটি অপশন থাকে সেখানে আপনার অন্য একটি ইমেইল আইডি দিন। তাহলে কেউ যদি আপনার ইমেইল আইডি বা ফেসবুক একাউন্ট হ্যাক করে তখন সাথে সাথে আপনার অন্য ইমেইলে মেসেজ চলে আসবে। তখন আপনি আপনার একাউন্ট আবার পুনরুদ্ধার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যাতে দুটি ইমেইল আইডির পাসওয়ার্ড এবং নিরাপত্তা প্রশ্নের উত্তর একই না হয়।

Thursday, March 10, 2011

ফেসবুকের কাস্টমাইজ চ্যাট বক্স

ফেসবুকে আপনার বন্ধুদের তালিকা হয়তো অনেক লম্বা। আপনি যখন ফেসবুকে লগইন করেন, তখন হয়তো অনেকেই চ্যাট করার জন্য বার্তা পাঠায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন বা নির্দিষ্ট কারও সঙ্গে শুধু চ্যাট করতে চান, তাহলে অনেক সময় হয়ে ওঠে না। কারণ আপনার কিছু বন্ধু হয়তো বারবার শুধু আপনাকে বার্তা পাঠায়, তখন আপনি অফলাইনেও যেতে পারছেন না; কারণ কারও সঙ্গে এখন আপনার চ্যাট করা দরকার। এ ক্ষেত্রে আপনি আপনার প্রিয় বন্ধুদের নিয়ে আলাদা চ্যাট বক্স তৈরি করতে পারেন। আলাদা চ্যাট বক্স তৈরি করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে চ্যাট বক্সে ক্লিক করে তার পর Friend Lists-এ ক্লিক করুন। এখন Create a new list : বক্সে কোনো নাম লিখে (যেমন, Bestfriends, Classmates ইত্যাদি) কি-বোর্ড থেকে Enter চাপুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করে ওই নামের ওপর মাউস নিলে edit লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দমতো বন্ধুদের নাম নির্বাচন করে Save Lists-এ ক্লিক করুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করলে সবার ওপরে দেখতে পাবেন আপনি যে নামে নতুন চ্যাট বক্সটি খুলেছেন সেই নাম এবং তার নিচে Others Friends নামে আপনার আগের চ্যাট বক্সটি। এখন চ্যাট বক্সের ডান পাশে মাউস নিলে Go offline লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাট বক্সটি অফলাইনে চলে যাবে। তখন শুধু নতুন চ্যাট বক্সের যে বন্ধুরা অনলাইনে আছেন, তাঁদের তালিকা দেখাবে। এভাবে আপনি একাধিক চ্যাট বক্স তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো চ্যাট বক্স অনলাইন অফলাইনে নিয়ে যেতে পারবেন। চ্যাট বক্সগুলোর ওপর মাউস রেখে edit-এ ক্লিক করে আপনার ইচ্ছামতো চ্যাট বক্সগুলো এডিটও করতে পারবেন।

Tuesday, March 8, 2011

ফেসবুকের ভিডিও ডাউনলোড করুন

ইদানীং ফেসবুকে অনেক ভিডিও শেয়ার করা হয়। সেগুলো সরাসরি ফেসবুকেই দেখা যায়। কিন্তু যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁরা সহজে ভিডিও দেখতে পারেন না। আবার অনেকে অনেক ভিডিও ডাউনলোড করে রাখতে চায়। কিন্তু ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফ্টওয়্যার যোগ করে খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়। এর জন্য প্রথমে https://addons.mozilla.org/en-us/firefox/addon/download-flash-and-video/ ঠিকানা থেকে সফ্টওয়্যারটি ইনস্টল করুন। তার পর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে আবার চালু হবে। এখন থেকে ফেসবুকের ভিডিওর নিচে Download Video এবং Convert Video নামে দুটি বাটন যোগ হবে। সেখান থেকে Download Video-তে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হবে এবং Convert Video বাটনে ক্লিক করে আপনার পছন্দমতো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

Saturday, March 5, 2011

অনলাইনে দেখুন ক্রিকেট খেলা (Live)

এখন মোবাইল ফোনের কল্যাণে দেশের সব জায়গায় ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। অনেক সময় টিভিতে ক্রিকেট খেলা দেখতে সমস্যা হলে বা যাঁরা টিভিতে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না তাঁরা অনলাইনেও সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারেন।
http://arcomputertips.blogspot.com/2011/01/live-cricket-match.html বা Live-Cricket-Match ঠিকানায় বিনামূলে সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারবেন। বিদ্যুৎ চলে গেলেও যাঁদের ল্যাপটপ কম্পিউটার আছে তাঁরা ল্যাপটপে সরাসরি ক্রিকেট খেলা দেখতে পারবেন।

ফেসবুকের কাস্টমাইজ সেটিংস

ফেসবুকে আপনার বন্ধুদের তালিকা হয়তো অনেক লম্বা। তাঁদের মধ্যে আছে আপনার বন্ধু, বড় ভাই, শিক্ষক, আত্মীয়স্বজন বা অপরিচিত অনেকেই। কিন্তু কিছু কিছু ছবি বা লেখা আছে, যেগুলো সবারা জন্য নয়। শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য। নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে ফেসবুকের নির্দিষ্ট কিছু জিনিস ভাগাভাগি বা শেয়ার করার জন্য আপনি ফেসবুকের কাস্টমাইজ সেটিংস ব্যবহার করতে পারেন। ফেসবুকের কাস্টমাইজ সেটিংস ব্যবহার করার জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন নিচে থেকে Customize settings-এ ক্লিক করুন। এখন আপনার ছবির অ্যালবামের সেটিংস কাস্টমাইজ করার জন্য ওই পেজের মাঝখানে Edit album privacy-এ ক্লিক করুন। এখন যে অ্যালবামটির কাস্টমাইজ সেটিংস তৈরি করতে চান, সে অ্যালবামটির নামের নিচের বাটনে ক্লিক করে কাস্টমাইজ নির্বাচন করুন। এখন Make this visible to বক্সে ক্লিক করে Specific People নির্বাচন করে যাঁদের সঙ্গে অ্যালবামটি শেয়ার করতে চান, তাঁদের নাম লিখে Save Satting-এ ক্লিক করুন বা যদি কিছু নির্দিষ্ট বন্ধু ছাড়া বাকি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে Hide this from বক্সে তাঁদের নাম লিখে Save Satting-এ ক্লিক করুন। এভাবে Privacy Settings থেকে Customize Settings-এ ক্লিক করে সবকিছুর কাস্টমাইজ সেটিংস তৈরি করতে পারেন।
যাঁরা আপনার বন্ধু নন তাঁদের কাছে আপনার ফেসবুক প্রোফাইলটি দেখতে কেমন দেখায়, সেটি দেখতে চাইলে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন নিচে থেকে Customize settings-এ ক্লিক করে নতুন পেজ এলে সবার ওপরে ডান পাশে Preview My Profile-এ ক্লিক করুন।

Thursday, March 3, 2011

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক ঠিকানা উদ্ধার!

ফেসবুকে মোবাইল ফোন নম্বর যোগ করার জন্য প্রথমে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন। বা http://www.facebook.com/ mobile/?settings ঠিকানায় যান। এখন Register for Facebook Text Messages লিংকে ক্লিক করুন। Mobile Carrier: এ বাংলালিংক বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। বাংলালিংক বা রবির নম্বর থেকে F লিখে 32665-তে মেসেজ দিন। ফিরতি বার্তায় আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখুন। আপনার মোবাইল নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next-এ ক্লিক করুন। আর গ্রামীণফোন থেকে Fb লিখে 2555-এ এসএমএস দিন। ফিরতি এসএমএসে আপনার কাছে একটি কোড নম্বর আসবে। এখন http://www.facebook.com/mobile/?settings ঠিকানায় থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন।
এখন যদি কখনো আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান বা আপনার ফেসবুক আইডি (ই-মেইল আইডিসহ) হ্যাকিং হয়ে যায়, তাহলে ফেসবুকে লগইন করার সময় Forgot your password-এ বা https://www.facebook.com/recover.php লিংকে ক্লিক করে Enter your email or phone number-এ আপনার মোবাইল নম্বর লিখে Search ক্লিক করে Reset Password-এ ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি কোড নম্বর আসবে। সেটি টেক্সট বক্সে বসিয়ে Confirm Code-এ ক্লিক করলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড লিখে আপনার ফেসবুক আইডিটি পুনরুদ্ধার করতে পারবেন।