Thursday, March 3, 2011

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক ঠিকানা উদ্ধার!

ফেসবুকে মোবাইল ফোন নম্বর যোগ করার জন্য প্রথমে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন। বা http://www.facebook.com/ mobile/?settings ঠিকানায় যান। এখন Register for Facebook Text Messages লিংকে ক্লিক করুন। Mobile Carrier: এ বাংলালিংক বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। বাংলালিংক বা রবির নম্বর থেকে F লিখে 32665-তে মেসেজ দিন। ফিরতি বার্তায় আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখুন। আপনার মোবাইল নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next-এ ক্লিক করুন। আর গ্রামীণফোন থেকে Fb লিখে 2555-এ এসএমএস দিন। ফিরতি এসএমএসে আপনার কাছে একটি কোড নম্বর আসবে। এখন http://www.facebook.com/mobile/?settings ঠিকানায় থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন।
এখন যদি কখনো আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান বা আপনার ফেসবুক আইডি (ই-মেইল আইডিসহ) হ্যাকিং হয়ে যায়, তাহলে ফেসবুকে লগইন করার সময় Forgot your password-এ বা https://www.facebook.com/recover.php লিংকে ক্লিক করে Enter your email or phone number-এ আপনার মোবাইল নম্বর লিখে Search ক্লিক করে Reset Password-এ ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি কোড নম্বর আসবে। সেটি টেক্সট বক্সে বসিয়ে Confirm Code-এ ক্লিক করলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড লিখে আপনার ফেসবুক আইডিটি পুনরুদ্ধার করতে পারবেন।

No comments:

Post a Comment