Wednesday, March 30, 2011

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলকে হিরো এমপিথ্রি প্লেয়ার সফটওয়্যার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না (যেমন *.wmv, *.avi) সেসবের রূপান্তরের কাজটি করতে হবে উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার দিয়ে। ভিডিও থেকে অডিও ফাইলেরূপান্তরের জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker খুলতে হবে।এরপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে মাউস দিয়ে টেনে এনে (ড্র্যাগ) নিচের Audio/Music বক্সে ছেড়ে দিতে হবে।ওপরের ভিডিও ফাইলটি মুছে ফেলুন। এখন File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next, Next, Next-এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করে দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos -এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইল এ রূপান্তরিত হয়েছে।

No comments:

Post a Comment