Saturday, April 2, 2011

ওয়েবপেইজের ফন্ট ছোটবড় করা

অনেক সময় কোনো কোনো ওয়েবসাইটের লেখার ফন্ট খুব ছোট আকারে থাকে। দেখতে সমস্যা হয়। ওয়েবপেইজের লেখার ফন্ট ছোটবড় দেখার জন্য কিবোর্ডের Ctrl চেপে ধরে মাউসের চাকা ওপর-নিচ ঘোরালে ওয়েবপেইজের লেখার ফন্টও ছোট বড় হয়। এমএস ওয়ার্ডসহ আরও কিছু সফটওয়্যারে ফন্ট ছোটবড় দেখাতে একই নিয়মে ফল পাওয়া যায়।

No comments:

Post a Comment