Tuesday, April 12, 2011

নিজেই তৈরি করুন ক্রিকেট চ্যানেল

বিশ্বকাপের উত্তেজনা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। অনলাইনে অর্থাৎ ওয়েবে ক্রিকেট খেলা দেখার জন্য নিজেই তৈরি করতে পারেন একটি ক্রিকেট চ্যানেল। আর এ চ্যানেল তৈরি করার কাজটি বিনা মূল্যে করার সুযোগ দিচ্ছে mips tv। ক্রিকেট চ্যানেল তৈরি করার জন্য প্রথমে http://www.mips.tv ঠিকানায় গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড, দেশের নাম, ই-মেইল আইডি দিয়ে বিনা মূল্যে রেজিস্ট্রেশন (Sign up) করুন। এখন Name your Channel-এ কোনো নাম দিন। Channel Category-তে Cricket নির্বাচন করুন। Describe your Channel-এ কোনো কিছু লিখুন। Channel Logo-তে কোনো কিছু না দিলেও চলবে। তারপর Create Channel-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে ৫ মেগাবাইটের Download Flash Media Live Encoder 3.0 সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন (ইনস্টল করার পর Read Me ফাইল থেকে দেখে নিন আপনার কম্পিউটারের কনফিগারেশন ঠিক আছে কি না)। ইনস্টল করা হয়ে গেলে সফ্টওয়্যারটি ওপেন করে In FMS URL field-এ rtmp://mipscdn.tv/live লিখুন এবং In the Stream field-এ যে লিংকটি দেওয়া আছে সেটি লিখে Start-এ ক্লিক করুন।
তারপরও বুঝতে কোনো সমস্যা হলে mips টিভি সাইটের নিচে Help থেকে How to broadcast-এ গিয়ে দেখে নিন কীভাবে কনফিগার করার কথা বলা হয়েছে। এবং ক্রিকেট চ্যানেল তৈরি করার আগে mips টিভি সাইটের Help থেকে FAQs এ গিয়ে নিয়মকানুনগুলো দেখে নেবেন। এভাবে যেকোনো খেলার চ্যানেল বা অন্য কোনো চ্যানেলও তৈরি করতে পারবেন। mips tv থেকে broadcast করা সরাসরি (live) ক্রিকেট খেলা দেখার জন্য http://arcomputertips.blogspot.com ঠিকানায় গিয়ে ডান পাশের Live Cricket Match-এ ক্লিক করুন বা সরাসরি http://arcomputertips.blogspot.com/2011/01/live-cricket-match.html ঠিকানায় যান।

No comments:

Post a Comment