Sunday, April 10, 2011

পর্দাজুড়ে ওয়েব ব্রাউজার

ওয়েবসাইট খুলতে হয় ওয়েব ব্রাউজার সফটওয়্যার দিয়ে। অনেক সময় ওয়েবপেইজের ছবি (স্ক্রিনশট) নেওয়ার জন্য বা অন্য কোনো কাজে পর্দাজুড়ে ওয়েবপেইজ দেখাতে হয়। মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ওয়েবপেইজ খুলে F11 চেপে খুব সহজেই ওয়েবপেইজ পর্দাজুড়ে দেখানো যায়। একইভাবে F11 কি চেপে আবার আগের অবস্থায়ও ফিরে আসা যায়।

1 comment: