ওয়েবসাইটে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানীং ওয়েবসাইটগুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কিগুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফটওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোডে বাংলা লিখতে মাঝেমধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কী বর্ণ লেখা হবে, সেটি অনেক সময় মনে থাকে না।তখন অভ্র কি-বোর্ড লে-আউটের সাহায্য নিতে হবে। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলায় ফন্টে রূপান্তর করতে পারেন। এজন্য বিনা মূল্যে অভ্র-কনভার্টার নামের ২.৪২ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন। http://arcomputertips.blogspot.com/2011/04/bangla-text-to-unicode-converter.html ঠিকানার ওয়েবসাইটে এটি পাওয়া যাবে।ডাউনলোড করে ইনস্টল করার পর সফটওয়্যারটি রান করে পাঁচটি অপশন থেকে তিন নম্বর অপশনটি (*.doc ফাইলের ক্ষেত্রে) নির্বাচন করে Go-এ ক্লিক করুন। এখন Add File-এ ক্লিক করে আপনি যে ফাইলটি রূপান্তর করতে চান, সেটি নির্বাচন করে Convert-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন, আপনার *.doc ফাইলটি ইউনিকোড *.doc ফাইলে রূপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট হয়েছে। এই সফটওয়্যার দিয়ে আপনি টেক্সট ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাকসেস প্রভৃতি সফটওয়্যারের ফাইল ইউনিকোডে রূপান্তর করতে পারবেন। আবার এই সফটওয়্যার দিয়ে আলপনা, প্রশিকা, প্রবর্তন প্রভৃতি ফন্টে লেখা বাংলা লেখাকেও ইউনিকোডে রূপান্তর করতে পারবেন।
No comments:
Post a Comment