Saturday, June 9, 2012

আউটসোর্সিং : ফেসবুক থেকে আয় করুন

বর্তমানে অনেকেই অনলাইনে যতক্ষণ সময় থাকেন, তার অনেকটাই কাটান ফেসবুকে। অনেক প্রতিষ্ঠানই তাদের ব্যবসায়িক পণ্যের বিজ্ঞাপন দেয় ফেসবুকে। ফেসবুকে এখন ওয়েবসাইটের মতো করে ফেসবুক ফ্যান পেজ তৈরি করা যায়। এতে ভিডিও, ছবি, ওয়েব ঠিকানাসহ বিভিন্ন বিষয় যুক্ত করা যায়। যখন ব্যবহারকারী এ পেজগুলোতে লাইক দেন, তখন এই পেজগুলো ফেসবুক ওয়ালে দেখা যায়। যখনই এই পেজে কোনো কিছু পোস্ট করা হয়, তখনই এ পেজগুলো ফেসবুক ওয়ালে ব্যবহারকারীদের নজরে আসে। এতে এই পেজে থাকা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন হয়। এতে পণ্যের বিজ্ঞাপন যেমন হয়, তেমনি ওয়েবসাইটের ভিজিটরও বেড়ে যায়। ফেসবুকে ফ্যান পেজ বিনা মূল্যে তৈরি করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ফেসবুক ফ্যান পেজের জন্য ফেসবুক লাইক কেনে। মানে, বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে তাদের ফ্যান পেজে অনেক ফেসবুক লাইক কালেক্ট করে দিতে হয়। এতে অল্প সময়ে অল্প ব্যয়ে ওই প্রতিষ্ঠানের প্রচারও ভালো হয়। আর ফ্রিল্যান্সাররাও এজাতীয় অনেক কাজ পেয়ে থাকেন। এসব কাজ করার জন্য তেমন দক্ষতারও প্রয়োজন হয় না। শুধু ফেসবুক সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলেই চলে। আপনার ফেসবুক ওয়ালে এই ফ্যান পেজগুলো পোস্ট করলেন লাইক দেওয়ার জন্য, বন্ধুদের আমন্ত্রণ করলেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন লাইক দেওয়ার জন্য—এতেই হয়ে যায়।
ফেসবুক-সম্পর্কিত যে কাজ/জবগুলো আউটসোর্সিং সাইটে পাওয়া যায়, সেগুলো হলো কাউকে (কোনো প্রতিষ্ঠানের জন্য) ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেওয়া, ফ্যান পেজ তৈরি করে দেওয়া, ফেসবুক লাইক কালেক্ট করে দেওয়া, ফেসবুকে ভোট দেওয়া, ভোট কালেক্ট করে দেওয়া ইত্যাদি। কোনো আউটসোর্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে ফেসবুক লিখে সার্চ দিলেই এই জবগুলো দেখতে পাবেন। 
—মো. আমিনুর রহমান

1 comment: