বর্তমান সময়ের ল্যাপটপগুলোতে উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া থাকে। উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম প্রায় একই রকম। যাঁরা অনেক দিন ধরে উইন্ডোজ এক্সপি ব্যবহার করে এসেছেন, তাঁদের কাছে প্রথম প্রথম উইন্ডোজ-৭ একটু অসুবিধা হতে পারে। কারণ, উইন্ডোজ এক্সপির প্রায় সব সেটিংস উইন্ডোজ ৭-এ থাকলেও প্রথম প্রথম সেগুলো খুঁজে পাওয়া যায় না। উইন্ডোজ-৭-এ সব কমন সেটিংস একই জায়গায় পেতে হলে প্রথমে Start থেকে Control Panel-এ ক্লিক করুন। তারপর সবার ওপরে অ্যাড্রেসবারে Control Panel-এর পাশের অ্যারোতে ক্লিক করে All Control Panel Items নির্বাচন করুন। এখন উইন্ডোজ এক্সপির মতো উইন্ডোজ-৭-এর প্রায় সব সেটিংয়ের অপশনই এখানে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারেন।
মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment