আপনার কাছে যখন ই-মেইল আসে, তখন দেখা যায়, অনেকের ই-মেইলের নিচে সুন্দর করে প্রেরকের নাম, পরিচয়, পেশা ইত্যাদি লেখা থাকে।
আবার আপনি কাউকে ই-মেইল করবেন, তা হলে নিউ ই-মেইল বা কম্পোজ পেজ খোলে ই-মেইল লিখে লেখার শেষে আপনার নাম-পরিচয় লেখেন। আপনি যদি প্রতিদিন অনেক ই-মেইল করেন, তা হলে প্রতিবার মেইল লেখার পর নিচে আপনার নাম-পরিচয় দিতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। আপনি চাইলে আপনার ই-মেইল নিউ ই-মেইল বা কম্পোজ পেজে আগে থেকেই আপনার নাম-পরিচয় লিখে রাখতে পারেন। আপনি যতবারই ই-মেইল করেন না কেন, এই নাম-পরিচয় ব্যবহার করতে পারবেন। বারবার আপনি নাম-পরিচয় লেখার হাত থেকে বেঁচে যাবেন এবং এতে আপনার অনেক সময়ও সেভ হবে। একেই বলে ই-মেইল সই যোগ করা।
জি-মেইলের ক্ষেত্রে: প্রথমে জি-মেইলে ঢুকে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল অ্যাড্রেসের নিচে সেটিংস থেকে সেটিংস-এ ক্লিক করুন বা সরাসরি https://mail.google.com/mail/u/0/?shva=1#settings/general ঠিকানায় যান। এখন নিচে সিগনেচার-এর পাশে নো সিগনেচার-এর নিচের বাটনটি নির্বাচন করুন এবং নিচের বক্সে আপনার পছন্দমত নাম-পরিচয় লিখে সবার নিচে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। এখন আপনার জি-মেইল কম্পোজ পেজে গিয়ে দেখুন আপনার নাম-পরিচয় লেখা দেখাবে।
আবার আপনি কাউকে ই-মেইল করবেন, তা হলে নিউ ই-মেইল বা কম্পোজ পেজ খোলে ই-মেইল লিখে লেখার শেষে আপনার নাম-পরিচয় লেখেন। আপনি যদি প্রতিদিন অনেক ই-মেইল করেন, তা হলে প্রতিবার মেইল লেখার পর নিচে আপনার নাম-পরিচয় দিতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। আপনি চাইলে আপনার ই-মেইল নিউ ই-মেইল বা কম্পোজ পেজে আগে থেকেই আপনার নাম-পরিচয় লিখে রাখতে পারেন। আপনি যতবারই ই-মেইল করেন না কেন, এই নাম-পরিচয় ব্যবহার করতে পারবেন। বারবার আপনি নাম-পরিচয় লেখার হাত থেকে বেঁচে যাবেন এবং এতে আপনার অনেক সময়ও সেভ হবে। একেই বলে ই-মেইল সই যোগ করা।
জি-মেইলের ক্ষেত্রে: প্রথমে জি-মেইলে ঢুকে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল অ্যাড্রেসের নিচে সেটিংস থেকে সেটিংস-এ ক্লিক করুন বা সরাসরি https://mail.google.com/mail/u/0/?shva=1#settings/general ঠিকানায় যান। এখন নিচে সিগনেচার-এর পাশে নো সিগনেচার-এর নিচের বাটনটি নির্বাচন করুন এবং নিচের বক্সে আপনার পছন্দমত নাম-পরিচয় লিখে সবার নিচে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। এখন আপনার জি-মেইল কম্পোজ পেজে গিয়ে দেখুন আপনার নাম-পরিচয় লেখা দেখাবে।
—মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment