Tuesday, October 25, 2011

ই-মেইল ঠিকানায় আপনার পেশাগত পরিচয়

আপনার নাম কী? ডা. অমুক। আপনি জিজ্ঞেস জানতে চেয়েছেন ব্যক্তির নাম, আর তিনি বলেছেন নাম ও পেশা। কিছু কিছু পেশার মানুষ প্রায়ই এমন করে। যদি এমন হয় যে আপনার ই-মেইল ঠিকানা দেখেই বোঝা যাবে, আপনার পেশা কী, তাহলে কেমন হয়। যেমন, আপনার নাম হলো করিম এবং আপনি পেশায় একজন চিকিৎসক। তাহলে আপনি ই-মেইল আইডি খুললেন karim@doctor.com নাম দিয়ে। তখন আর কাউকে নামের সঙ্গে আপনার পেশা বলতে হবে না। এমন একটি ওয়েবসাইট আছে যেটিতে ই-মেইল ঠিকানায় পেশার নাম যোগ করা যাবে।যেমন—
মন্ত্রী (karim@minister.com)
ইঞ্জিনিয়ার (karim@engineer.com)
আইনজীবী (karim@lawyer.com)
হিসাবরক্ষক (karim@accountant.com)
সাংবাদিক (karim@journalist.com), গ্রাফিক ডিজাইনার (karim@graphic-designer.com) সংগীতশিল্পী (karim@musician.org), প্রোগ্রামার (karim@programmer.net),
আলোকচিত্রী (karim@photographer.net)
রাজনীতিবিদ (karim@politician.com)
পদার্থবিদ (karim@physicist.net)
রসায়নবিদ (karim@chemist.com)
বিজ্ঞানী (karim@scientist.com)
গীতিকার (karim@songwriter.net)
শিক্ষক (karim@teachers.org)
সমাজকর্মী (karim@socialworker.net)
কলাম লেখক (karim@columnist.com) ঠিকাদার (karim@contractor.com)।
এরকম বিভিন্ন ই-মেইল ঠিকানা খুলতে পারেন। আর এটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে www.mail.com ঠিকানায়। তারপর Sign up now বাটনে ক্লিক করে নিজের পছন্দমতো একটি ই-মেইল ঠিকানা তৈরি করে নিতে পারেন।
 —মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment