সাধারণত ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে বিভিন্ন ওয়েবসাইট দেখার সময় পিডিএফ ফাইল, ভিডিও (ফেসবুক, ইউটিউব) ইত্যাদি সরাসরি দেখা যায় না। এগুলো নামিয়ে নিয়ে (ডাউনলোড) দেখতে হয়। সরাসরি ওয়েবসাইটে দেখতে হলে ওয়েব ব্রাউজারে বিভিন্ন প্লাগ-ইন, অ্যাড-অনস, ফ্লাশ প্লেয়ার ইত্যাদি ইনস্টল করতে হয়। ব্রাউজারে বিভিন্ন প্লাগ-ইন, অ্যাড-অনস ইনস্টল করলে ব্রাউজার অনেক ধীরগতির হয়ে যায়। ব্রাউজার ধীরগতির হয়ে গেলে আবার আরেক ঝামেলায় পড়তে হয়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে সরাসরি ফেসবুক, ইউটিউবের ভিডিও দেখা যায়, কোন প্লাগ-ইন ইনস্টল করতে হয় না। পিডিএফ ফাইলসহ অনেক কিছুই সরাসরি পড়া যায়। সরাসরি ফায়ার বাগের মাধ্যমে ওয়েবপেইজের সোর্স কোডও দেখা যায়। আবার গুগল ক্রোমের ব্রাউজারের অ্যাড্রেসবারই হলো গুগল সার্চ ইঞ্জিন। এখানে কোনো কিছু লিখে গুগলে সার্চও দেওয়া যায়। অনেক কাজের এই ওয়েব ব্রাউজারটি বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন www.google.com/chrome ঠিকানা থেকে।
—মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment