কম্পিউটারে হয়তো অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে। যখন কম্পিউটার চালু হয় তখন অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। যেমন বিজয়, অভ্র, ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি। এতে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে এবং অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হলে বিরক্তও লাগে। ইচ্ছা করলে খুব সহজেই এই অবস্থার পরিবর্তন করে শুধু আপনার দরকারি প্রোগ্রামগুলো খুলতে পারেন কম্পিউটার চালুর সময়।
এই কাজ করতে হলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে OK করুন। এখন ডান পশের Startup-এ ক্লিক করুন। আপনার কম্পিউটার চালুর সময় যে প্রোগ্রামগুলো চালু করতে চান না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Services-এ ক্লিক করে যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। কম্পিউটার Restart করতে বললে রিস্টার্ট করুন। এখন থেকে আপনার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে না এবং ওই প্রোগ্রামগুলোও আর একা একা চালু হবে না।
—মো. আমিনুর রহমান
এই কাজ করতে হলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে OK করুন। এখন ডান পশের Startup-এ ক্লিক করুন। আপনার কম্পিউটার চালুর সময় যে প্রোগ্রামগুলো চালু করতে চান না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Services-এ ক্লিক করে যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। কম্পিউটার Restart করতে বললে রিস্টার্ট করুন। এখন থেকে আপনার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে না এবং ওই প্রোগ্রামগুলোও আর একা একা চালু হবে না।
—মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment