এখন My Computer-এর মেন্যুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and folders-এ ঠিক চিহ্ন দিন এবং Hide extensions for known file types ও Hide protected operating system files বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন, হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভে System Volume Information নামে একটি লুকায়িত ফোল্ডার দেখা যাচ্ছে এবং সেটির ভেতরে কোনো ডেটা নেই (থাকলেও সেগুলো ডিলিট করে দেন) এবং কম্পিউটারে ফাঁকা অংশের পরিমাণও অনেক বেড়ে গেছে।
Monday, August 8, 2011
সিস্টেম রিস্টোর বন্ধ করে দিন
এখন My Computer-এর মেন্যুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and folders-এ ঠিক চিহ্ন দিন এবং Hide extensions for known file types ও Hide protected operating system files বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন, হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভে System Volume Information নামে একটি লুকায়িত ফোল্ডার দেখা যাচ্ছে এবং সেটির ভেতরে কোনো ডেটা নেই (থাকলেও সেগুলো ডিলিট করে দেন) এবং কম্পিউটারে ফাঁকা অংশের পরিমাণও অনেক বেড়ে গেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment