ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য শুধু একটি ই-মেইল ঠিকানার প্রয়োজন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে www.facebook.com ঠিকানায় গিয়ে Sign up-এ আপনার নামের প্রথম অংশ (First name), শেষঅংশ (Last name) লিখতে হবে।এরপরে আপনার ই-মেইল ঠিকানা লিখে আরেকটি ঘরে ওই ঠিকানা আবার লিখতে (রি-এন্টার) হবে।New Password ঘরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিতে চান, লিখতে হবে।সিলেক্ট বক্স থেকে Male/Female নির্বাচন করে Birthday-তে আপনার জন্ম তারিখ দিয়ে Sign up-এ ক্লিক করলে দেখবেন, একটি বক্সে কিছু লেখা এসেছে। সেগুলো নিচের বক্সে লিখে আবার Sign up-এ ক্লিক করুন। এখন step-1-এ যে পেইজটি আসবে, সেটির নিচে বাঁ পাশের skip this step-এ ক্লিক করুন। step-2-তে ও skip-এ ক্লিক করুন। step-3-তেও skip-এ ক্লিক করুন। এখন আপনার ই-মেইল অ্যাকাউন্টে গিয়ে দেখবেন, ফেসবুক থেকে একটি মেইল এসেছে এবং সেটি ওপেন করলে দেখবেন, একটি লিংক দেওয়া আছে। সেটিতে ক্লিক করলে আবার ফেসবুক পেইজটি খুলবে। সেখানে আপনার ই-মেইল আইডি ও ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে login-এ ক্লিক করে দেখবেন, আপনার ফেসবুকের অ্যাকাউন্টে প্রবেশ করেছেন।
আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করতে চাইলে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে login করে ওপরে ডান পাশে Acount থেকে Acount settings-এ ক্লিক করুন। এখন বাঁ পাশে Security-তে ক্লিক করে নতুন পেইজ এলে Deactivate your account-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে দেখবেন, সেখানে লেখা আছে আপনি কেন আপনার অ্যাকাউন্টটি deactivate করতে চান। অনেক অপশন থেকে যেকোনো একটি সিলেক্ট করে Confirm-এ ক্লিক করুন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড চাইলে সিকিউরিটি কোড দিয়ে ok করুন।পুনরায় আবার activate করতে চাইলে শুধু login করলেই আবার অ্যাকাউন্টটি activate হয়ে যাবে।
No comments:
Post a Comment