Wednesday, July 20, 2011

ঘুম থেকে ডেকে দেবে কম্পিউটার

যদি এমন হয়, রাতে আপনি যখন ঘুমাবেন, তখন আপনার সঙ্গে আপনার কম্পিউটারটিও ঘুমিয়ে যাবে। সকালে কম্পিউটার ঘুম থেকে উঠবে, তারপর আপনাকে ডাকবে ওঠার জন্য।এমনটা হলো বেশ হয়।
এ ব্যবস্থা করতে হলে প্রথমে মাইক্রোফোনের সাহায্যে আপনি যে কথা বলতে চান, সেটি রেকর্ড করে সেভ করুন। তারপর ডেস্কটপে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Screen saver/Power/Hibernate-এ গিয়ে Enable hibernation-এ টিক চিহ্ন দিয়ে OK করুন। আবার Power/Advanced-এ গিয়ে When I press the sleep-এ Hibernate নির্বাচন করে OK করে বেরিয়ে আসুন। যাঁদের কিবোর্ডে Sleep বোতাম নেই, তাঁরা When I press the Power বাটনে Hibernate নির্বাচন করে ‘ওকে’ দিয়ে বেরিয়ে আসুন। এখন Control panel/Scheduled tasks/Add scheduled task/Next/Browse-এ ক্লিক করে যেখানে ভয়েসটি সেভ করেছেন, সেখান থেকে কথা নির্বাচন করে (বিকল্প হিসেবে গানও নির্বাচন করতে পারেন) open/daily/next/start time-এ আপনার প্রয়োজনমতো সময় নির্বাচন করে next-এ ক্লিক করুন। আপনার কম্পিউটারে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিয়ে next-এ ক্লিক করে open advanced-এ টিক চিহ্ন দিয়ে Finish-এ ক্লিক করুন। এখন Settings-এ গিয়ে wake the computer-এ টিক চিহ্ন দিয়ে ওকে করে বেরিয়ে আসুন।
এখন আপনি রাতে ঘুমানোর সময় কিবোর্ড থেকে Sleep বাটন চাপুন অথবা কম্পিউটারের পাওয়ার বাটন চাপুন। দেখবেন, কম্পিউটার ঘুমিয়ে পড়েছে এবং সকালে ঘুম থেকে উঠে আপনাকে ডাকছে।

No comments:

Post a Comment