Monday, July 4, 2011

মাদারবোর্ডের তথ্য জানুন

আপনি চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাদারবোর্ডের তথ্য জানতে পারবেন। এ জন্য Start থেকে Run-এ ক্লিক করুন। Run-এ WMIC লিখে Ok করুন। প্রথমবারের মতো এই অপশনটি চালালে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর Command Prompt-টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।

No comments:

Post a Comment