অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন, কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে, আর কি-বোর্ডের a বোতাম যদি নষ্ট হয়ে যায়, তাহলে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়। এর একটা সমাধান হলো, কোথাও a লেখা থাকলে সেখান থেকে আপনি a কপি করে এখানে পেস্ট করতে পারেন বা কম্পিউটারের অন-স্ক্রিন কি-বোর্ড খুলে কাজ করতে পারেন। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয়। অনেকেই এতে বিরক্ত হন। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শার্প-কি নামের এই সফটওয়্যার ইনস্টল করে কি-বোর্ডের বোতামগুলো পরিবর্তন করে ফেলতে পারেন। যেমন, আপনার কি-বোর্ডের a নষ্ট। আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বোতামকে (যেটি সব সময় কাজে লাগে না বা যে বাটন কি-বোর্ডে একাধিক আছে) a বাটনে রূপান্তর করতে পারেন। মাত্র ২৩ কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key-তে কোনো কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং To key-তে নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে OK করুন। তাহলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a লেখা যাবে। ২৩ কিলোবাইটের শার্প-কি http://www.ziddu.com/download/13507897/sharpkeys2.zip.html ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন।
No comments:
Post a Comment