Wednesday, July 6, 2011

সহজে অ্যাড্রেসবারে যাওয়া

কিবোর্ড দিয়ে দ্রুত কাজ করা যায়। ওয়েবসাইট দেখার সফটওয়্যারগুলোর ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) দ্রুত যাওয়া যায় একটি কি চেপেই। ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সে F6 চাপলেই হয়। আর অপেরার ক্ষেত্রে F8 চাপতে হয়। আবার CTRL+L চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

No comments:

Post a Comment