Monday, January 31, 2011

আউটসোর্সিং আয়

অনেকেই এখন ইন্টারনেটে বসে বিদেশের কাজ (আউটসোর্সিং) করে থাকে। সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি (আউটসোর্সিং) কাজ করা দেশগুলোর শীর্ষ ৩০-এর তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। প্রযুক্তি-বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আউটসোর্সিং কাজের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওডেস্কের (odesk.com) মতে, ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের দিক থেকে ঢাকা বিশ্বে তিন নম্বরে। অথচ এর পেছনে সরকারের তেমন অবদান নেই। বাংলাদেশি প্রোগ্রামাররা ভয়াবহ বিদ্যুৎ সমস্যা, উচ্চমূল্যের কম গতির ইন্টারনেটসহ হাজারো সমস্যার ভিড়ে বিভিন্ন দেশের প্রোগ্রামারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ পর্যায়ে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, বিদেশ থেকে আসা আউটসোর্সিং আয়ের চেক ভাঙাতে ব্যাংককে উচ্চ কমিশন দিতে হয়। তারা ৩০ থেকে ৪০ ডলার কেটে রেখে দেয়। অথচ পেপালের মাধ্যমে মাত্র এক থেকে পাঁচ ডলারের মাধ্যমে টাকা তোলা যায়। ভারত, শ্রীলঙ্কা, নেপালেও পেপাল উন্মুক্ত। এই মুহূর্তে প্রয়োজন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে অনলাইন ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম পেপাল উন্মুক্ত করা।
মো. আমিনুর রহমান
কম্পিউটার প্রকৌশলী।

No comments:

Post a Comment