Sunday, January 30, 2011

ডিভিডি রাইটার যখন ডিভিডি ড্রাইভ

আপনি চাইলে সিডি-ডিভিডি রাইটারকে সিডি-ডিভিডি ড্রাইভেও রূপান্তর করতে পারেন। এর জন্য প্রথমে মাই কম্পিউটার খুলেসিডি-ডিভিডি রাইটারের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। সেখান থেকে Recording-এ ক্লিক করুন।এখন Enable CD Recording on this drive বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ওকে করুন।দেখবেন সিডি রাইটারটি সিডি ড্রাইভের মতো কাজ করছে অর্থাৎ আর সিডি রাইট করা যাচ্ছে না।একই পদ্ধতিতে পুনরায় আবার সিডি-ডিভিডি রাইটারে রূপান্তর করতে পারবেন।

No comments:

Post a Comment