Wednesday, January 9, 2013

ডাউনলোড ম্যানেজারে ফাইল নামে দ্রুত

আপনি যে ফাইল বা সফটওয়্যারটি ইন্টারনেট থেকে নামাতে চান সেটি যদি অনেক বড় হয়, তাহলে নামতে অনেক সময় নেবে। এর মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় বা কোনো কারণে ডাউনলোড বন্ধ হয়ে যায় তাহলে তা আবার নতুন করে ডাউনলোড করতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। অথচ আপনি ডাউনলোডের এ কাজটি খুব সহজেই করতে পারেন ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটি দিয়ে ফাইল খুব দ্রুত নামানো যায় এবং এতে রিজ্যুম-সুবিধাও আছে। অর্থাৎ কোনো ফাইলের কিছু অংশ নামানোর পর হঠাৎ ডাউনলোড হয়ে গেলে পরে যখন আবার ডাউনলোড শুরু হবে তখন আগে যতটুকু নামানো হয়েছে তার পর থেকে ডাউনলোড হতে থাকবে। এই সফটওয়্যারটি পাওয়া যাবে www.freedownloadmanager.org/download.htm ঠিকানার ওয়েবসাইট থেকে। এর আকার ৭.৩ মেগাবাইট। 
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment