Tuesday, January 10, 2012

ইন্টারনেট ব্রাউজার ট্যাব বন্ধ হয়ে গেছে?

ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওয়েবসাইট দেখার সময় প্রয়োজনে অনেক ট্যাব খুলতে হয়, বন্ধ করতে হয়। অনেক সময় বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার কাজে লাগে। বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার ফিরিয়ে আনতে কিবোর্ড থেকে CTRL + Shift + T চাপুন। যতবার চাপবেন ততবারই বন্ধ করা ব্রাউজার ট্যাব ফিরে আসবে। এ পদ্ধতি সব ধরনের ব্রাউজারের ক্ষেত্রেই কাজ করে। ব্রাউজার ট্যাবের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ইচ্ছামতো ব্রাউজার ট্যাবগুলোকে ফিরিয়ে আনতে পারবেন, রিফ্রেশ এবং রিলোডও করতে পারবেন।
মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment