Saturday, January 7, 2012

ফেসবুক থেকে ই-মেইল করতে চান?

ফেসবুক থেকে ই-মেইলও পাঠানো যায়। এ জন্য ফেসবুকে ঢুকে (লগ-ইন) বাম পাশ থেকে Message-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে ওপর থেকে New Message-এ ক্লিক করুন। নতুন উইন্ডো খুলবে।এতে To-তে কারও ই-মেইল ঠিকানা এবং Message বক্সে কোনো কিছু লিখে Send-এ ক্লিক করুন। ওই ই-মেইল ঠিকানায় মেইল চলে যাবে। প্রেরকের (From) জায়গায় আপনার নাম এবং আপনার ফেসবুক মেইল ঠিকানা লেখা থাকবে। আপনার ফেসবুক ইউজার নেম যদি হয় abcd, তাহলে আপনার ফেসবুক মেইল ঠিকানা হবে abcd@facebook.com। প্রেরকের ঠিকানায় আপনার এই ঠিকানাটা লেখা থাকবে। যার কাছে মেইলটি যাবে, সে যদি প্রেরকের এই ঠিকানা দিয়ে ফেসবুকে খোঁজ করে (সার্চ), তাহলেই সে জেনে যাবে কার ফেসবুক আইডি থেকে ই-মেইলটি এসেছে। আবার আপনি ইচ্ছা করলে কোনো ই-মেইল অ্যাকাউন্ট থেকে (যে ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে) ফেসবুকের এই মেইল আইডিতে মেইল করতে পারেন। তাহলে যার আইডিতে মেইল করবেন, তার ফেসবুকের মেসেজের ইনবক্সে এসে মেইলটি জমা হবে।
আপনাকে যদি ফেসবুকে যে কেউ মেসেজ পাঠাতে পারে, তাহলে সবার ই-মেইল আইডি থেকে মেইল করলেই আপনার ফেসবুকে মেসেজ আসবে। আর আপনাকে যদি আপনার ফেসবুক বন্ধুরা ছাড়া অন্য কেউ ফেসবুকে মেসেজ দিতে না পারে, তাহলে সবার মেইল আইডি থেকে মেইল করলে আপনার ফেসবুকে মেসেজ আসবে না। শুধু আপনার ফেসবুক বন্ধুরা আপনাকে মেইল করলেই আপনার ফেসবুকে মেসেজ আসবে। আপনার ফেসবুক মেইল আইডি হলো আপনার ইউজার নেমের সঙ্গে @facebook.com অর্থাৎ username@facebook.com এটি দেখার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে Info-তে ক্লিক করুন। তাহলে সবার নিচে দেখতে পাবেন। আর যারা ফেসবুক ইউজার নেম যোগ করেনি, তারা তাদের ফেসবুক প্রোফাইলে (নামের ওপর) ক্লিক করুন। ব্রাউজারের অ্যাড্রেসবারে যে আইডি নম্বরটি দেখতে পাবেন, সেটির সঙ্গে @facebook.com যোগ করলেই আপনার ফেসবুক মেইল আইডি পেয়ে যাবেন। ওই আইডি নম্বরটি যদি 0000 হয়, তাহলে আপনার ফেসবুক মেইল আইডি হবে 0000@facebook.com. আপনার কোনো বন্ধুর ফেসবুক মেইল আইডি জানতে হলে তার প্রোফাইলে ক্লিক করুন। তার ইউজার নেম যোগ করা থাকলে তার সঙ্গে @facebook.com যোগ করে নিন। আর ইউজার নেম যোগ করা না থাকলে ওই আইডি নম্বরের সঙ্গে @facebook.com যোগ করে নিন। 
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment