Sunday, September 4, 2011

ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন

ফেসবুকে আপনি কাকে কাকে Add Request পাঠিয়েছেন তা ফেসবুকের আগের সেটিংসে দেখা যেত। কিন্তু ফেসবুকের বর্তমান সেটিংসে এই অপশনটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে আপনি চাইলে একটি অ্যাপলিকেশনের সাহায্যে খুব সহজেই দেখতে পারেন আপনি কার কার কাছে Add Request পাঠিয়েছেন। http://apps.facebook.com/friendrequests ঠিকানায় গিয়ে Allow-এ ক্লিক করুন। তাহলেই দেখতে পাবেন আপনার পাঠানো সব Pending Request.
মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment