Tuesday, September 27, 2011

মুছে ফেলা ফাইল ফিরে পাওয়া

যদি আপনার কম্পিউটারের জরুরি কোনো ফাইল মুছে ফেলা হয় (ডিলিট করা), তাহলে ভয়ের কোনো কারণ নেই। ইজি রিকভারি প্রো ৫.০ সফটওয়্যার দিয়ে খুব সহজেই সেই ফাইলগুলো ফিরিয়ে আনতে পারেন।
এ জন্য www.mediafire.com/?x4f8qlnbasaxq2u ঠিকানার ওয়েবসাইট থেকে মাত্র ৩.৩ মেগাবাইটের সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন। তারপর সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল হওয়ার পর এটি খুলে Next-এ ক্লিক করুন। যে ড্রাইভ থেকে আপনার ফাইলগুলো ডিলিট হয়েছে, সেই ড্রাইভ নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে আবার Next-এ ক্লিক করুন। এখন দেখবেন, বাঁ পাশে এই ড্রাইভ থেকে ডিলিট হওয়া সব ফাইল বা ফোল্ডার দেখা যাচ্ছে। যে ফোল্ডারের ফাইলগুলো ফিরিয়ে (রিকভার) আনতে চান, সেই ফোল্ডার নির্বাচন করুন। দেখবেন, ডান পাশে সেই ফোল্ডারের সব ফাইল দেখা যাচ্ছে। ফোল্ডারটির পাশের বক্সে টিক চিহ্ন দিন। দেখবেন, ডান পাশের সব ফাইলে টিক চিহ্ন চলে এসেছে। ফাইলগুলোসহ ফোল্ডারটি যে ড্রাইভে সেভ করতে চান, Destination-এ সেই ড্রাইভের নাম লিখে—যেমন, ডি ড্রাইভে সেভ করতে চাইলে D লিখে—Next-এ ক্লিক করুন। ডাটা রিকভারি সম্পন্ন হওয়ার পর Finish দিয়ে বেরিয়ে আসুন। মনে রাখবেন, যে ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট হয়েছিল, সেই ড্রাইভে সেভ করা যাবে না এবং সেই ড্রাইভের ফাইল সিস্টেম অবশ্যই FAT হতে হবে। কারণ, NTFS ফাইল সিস্টেম এই সফটওয়্যারটি সাপোর্ট করে না। কোনো ড্রাইভের ফাইল সিস্টেম কী, সেটা জানার জন্য ওই ড্রাইভে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজে গেলেই দেখতে পাবেন ওই ড্রাইভের ফাইল সিস্টেমের নাম। 
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment