মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে: ব্রাউজার খুলে Tools থেকে Option-এ যান। এখন Privacy-তে ক্লিক করে Private Data থেকে Always clear my private data… বক্সে টিক চিহ্ন দিন। পুরোনো তথ্যগুলো মুছার জন্য Settings বাটনে ক্লিক করে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Ok-তে ক্লিক করুন এবং Clear Now বাটনে ক্লিক করে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Clear বাটনে ক্লিক করে সবগুলো তথ্য মুছে দিন। History থেকে সবগুলো চেক বক্সের টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। তাহলে ব্রাউজারে আর কোনো তথ্য জমা থাকবে না।
ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে: প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার খুলে করে Tools থেকে Internet Options-এ যান। এখন Content ট্যাবে ক্লিক করে Auto Complete বাটনে ক্লিক করুন। এখন Clear Forms-এ ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়া বাকি সব তথ্য মুছে যাবে। এবং Clear Passwords-এ ক্লিক করলে পাসওয়ার্ডও মুছে যাবে। পরে এই ব্রাউজারে কোনো তথ্য সেভ করতে না চাইলে সবগুলো বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok-তে ক্লিক করুন। অ্যাড্রেসবারের তথ্য মুছার জন্য Tools থেকে Internet Options-এ ক্লিক করে Clear History বাটনে ক্লিক করুন।
No comments:
Post a Comment