Thursday, September 30, 2010

ফেসবুকে দিন ইউজারনেম

অনেকেই ফেসবুকে ইউজারনেম ব্যবহার করে থাকে। ফেসবুকে লগইন করার সময় ই-মেইল আইডির পরিবর্তে ইউজারনেম দিয়েও ফেসবুকে লগইন করা যায়। ফেসবুকে ইউজারনেম যোগ করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Username-এর ডান পাশের change-এ ক্লিক করুন। Username বক্সে নাম লিখে (কমপক্ষে পাঁচটি বর্ণের) Check availability বাটনে ক্লিক করুন। নামটি ফাঁকা থাকলে Confirm-এ ক্লিক করুন আর ফাঁকা না থাকলে নাম পরিবর্তন করে আবার চেষ্টা করুন। ধরুন, আপনি ইউজারনেম নির্বাচন করেছেন abcde, তাহলে আপনার ফেসবুকের ঠিকানা হবে www.facebook.com/abcde।

Sunday, September 26, 2010

নিজে থেকেই নড়বে মাউস পয়েন্টার

কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই অনেক ডায়লগ বক্স আসে এবং সেখানে Yes, Noসহ অনেক ধরনের অপশন থাকে। সেখানে মাউস পয়েন্টার নিয়ে কোনো একটি অপশন নির্বাচন করতে হয়। কিন্তু আমরা যদি মাউসের Snap To অপশন ব্যবহার করি, তাহলে ডায়লগ বক্স এলেই মাউসের পয়েন্টার স্বয়ংক্রিয়ভাবে সেই ডায়লগ বক্সের যে বাটনে ক্লিক করার সম্ভাবনা থাকে, সেই বাটনে চলে যায়। মাউসের Snap To অপশন কার্যকর করার জন্য Control Panel-এ গিয়ে মাউস আইকনে দুই ক্লিক করতে হবে। মাউস প্রপাটিজ উইন্ডো এলে সেখান থেকে Pointer Options-এ ক্লিক করে Automatically move pointer to the default button in a dialog box-এ টিক চিহ্ন দিয়ে okতে ক্লিক করুন।

Wednesday, September 22, 2010

পলিটেকনিকে ভর্তি

এবারই প্রথম অনলাইনে আবেদনের মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি করা হচ্ছে। অনলাইনে আবেদন করে টেলিটক সংযোগের মাধ্যমে ২০০ টাকা ফি পাঠিয়ে পরীক্ষার্থীরা আবেদন করেছেন। গত ২৩ জুলাই প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ২৯ জুলাই অনলাইনে ফল প্রকাশিত হয়েছে। ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হয়েছে এবং ১১ আগস্ট শুরু হয়েছিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া।দ্বিতীয় শিফটের জন্য আবার ২০০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়েছে এবং এই শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর অনলাইনে দ্বিতীয় শিফটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুরু হবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা।কিন্তু পলিটেকনিকের দুই শিফটের কোনো শিফটেরই অপেক্ষমাণ তালিকার সিরিয়াল নম্বর দেওয়া হয়নি। ট্র্যাক নম্বর দিয়ে অনলাইনে ফলাফল জানতে চাইলে লেখা আসে—আপনি অপেক্ষমাণ তালিকায় আছেন। অপেক্ষমাণ তালিকায় কত নম্বরে, সেটা জানা যাচ্ছে না। প্রথম শিফটের অপেক্ষমাণ তালিকার চার-পাঁচবার ফলাফল প্রকাশিত হলেও প্রতিবারই ফলাফল জানতে চাইলে লেখা আসে—আপনি এখনো অপেক্ষমাণ তালিকায় আছেন। অপেক্ষমাণ তালিকার ক্রমিক নম্বর কেন দেওয়া হচ্ছে না, সেটা বোধগম্য নয়। অপেক্ষমাণ তালিকায় প্রথম দিকে থাকলে ভর্তির সুযোগ পাওয়া যায়, কিন্তু শেষের দিকে থাকলে ভর্তির সুযোগ নেই বললেই চলে। একজন শিক্ষার্থী আর কত দিন অপেক্ষা করবেন? তিনি যদি জানতে পারেন তাঁর ক্রমিক নম্বর কত এবং সেটা যদি সবার শেষে হয়, তাহলে আর অপেক্ষা না করে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন। এদিকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ। এমনও শোনা যাচ্ছে, ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিগগিরই অপেক্ষমাণ তালিকার ক্রমিক নম্বর প্রকাশ করে তাঁদের এই অনিশ্চিত অবস্থার অবসান ঘটাতে।
মো. আমিনুর রহমান
শাবিপ্রবি, সিলেট।

Sunday, September 19, 2010

উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ভুলে গেলে

আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলেও ইচ্ছা করলে আপনার কম্পিউটার চালু করতে পারেন। এ ক্ষেত্রে কম্পিউটার যখন পাসওয়ার্ড চাইবে তখন কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে পরপর দুবার Delete চাপুন। দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে। সেটিতে User name-এ administrator লিখে ok করুন। দেখবেন কম্পিউটারটি চালু হয়েছে। তবে আপনি যদি অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়ার সময় পাসওয়ার্ড দিয়ে থাকেন অর্থাৎ আপনার কম্পিউটারের administrator-এর পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কম্পিউটার চালু হবে না। এ ক্ষেত্রে নতুন করে আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে। আর কম্পিউটারের Bios-এ যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে মাদারবোর্ডের ব্যাটারি খুলে আবার লাগালে পাসওয়ার্ড মুছে যাবে।

Thursday, September 16, 2010

সহজে তৈরি করুন কিবোর্ডের শর্টকাট কি

কম্পিউটারে যে গান, ফোল্ডার বা প্রোগ্রামটিকে খুলতে সেটির শর্টকাট কি তৈরি করার জন্য প্রথমে সেই প্রোগ্রামটির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Desktop (create shortcut)-এ ক্লিক করুন। দেখবেন Desktop-এ সেই প্রোগ্রামটির একটি শর্টকাট কি তৈরি হয়েছে। এখন সেই শর্টকাট কি-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে যান। তারপর Shortcut key বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে কোনো একটি কি নির্বাচন করে ok তে ক্লিক করুন। এখন কিবোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে ওই কি চাপুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলবে।

নির্বাচিত অংশ প্রিন্ট করুন

অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বা ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) বিভিন্ন পেইজ দেখার সময় অনেক কিছু প্রিন্ট করার প্রয়োজন হয়। কোনো পেইজ থেকে নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করার জন্য প্রথমে যে অংশটুকু প্রিন্ট করতে চান, সে অংশটুকু নির্বাচন করুন। তারপর ওপরে File থেকে Print-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে সেখান থেকে Selection নির্বাচন করে ok তে ক্লিক করুন। দেখবেন শুধু নির্বাচিত অংশ প্রিন্ট হয়েছে।