ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড বা চুরি হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে যাতে কোনো তথ্য না হারাতে হয়, এ জন্য ফেসবুকের তথ্যগুলো আপনার কম্পিউটারে জমা করে রাখতে পারেন। ফেসবুকের তথ্যগুলো জমা রাখার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশে Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/ settings?ref=mb ঠিকানায় যান। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Start My Archive বাটনে ক্লিক করুন। আবার Start My Archive বাটনে ক্লিক করে তারপর Confirm-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ডাউনলোড কপি তৈরি হতে থাকবে। ডাউনলোড কপি তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে নিচে Download-এ ক্লিক করলে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন।
এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোপাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।
—মো. আমিনুর রহমান
এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোপাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।
—মো. আমিনুর রহমান
No comments:
Post a Comment