দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে www.ip-adress.com/ipaddressdistance ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। নিচে বাঁ পাশে IP Address or Host No.1: -এ দেখবেন আপনার আইপি ঠিকানা দেওয়া আছে। IP Address or Host No.2: -এ অন্য আইপি ঠিকানা দিয়ে Show Distance বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার আইপি ঠিকানা থেকে অন্য আইপি ঠিকানাটি কত মাইল দূরত্বে অবস্থিত, তার কাছে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে, গাড়িতে যেতে কত সময় লাগবে, বিমানে যেতে কত সময় লাগবে ইত্যাদি দেখাচ্ছে। এবং ডান পাশে একটি মানচিত্রের সাহায্যে দেখতে পাবেন দুটি আইপির অবস্থান এবং দূরত্ব কত? আপনার আইপি ছাড়া অন্য দুটি আইপি ঠিকানার দূরত্ব এবং অবস্থান জানতে হলে IP Address or Host No.1: -এর নিচের বোতামে টিক চিহ্ন দিয়ে ডান পাশের বক্সে একটি আইপি ঠিকানা লিখুন এবং অন্যটি IP Address or Host No.2: -এ লিখে Show Distance বাটনে ক্লিক করুন। মনে রাখবেন আইপি ঠিকানার অবস্থান বলতে কোন সার্ভিস প্রোভাইডার থেকে আইপি ঠিকানাটির সার্ভিস দেওয়া হচ্ছে, সেই সার্ভিস প্রোভাইডারের অবস্থানকে নির্দেশ করে।
Saturday, July 30, 2011
আইপি ঠিকানা থেকে দূরত্ব নির্ণয়
দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে www.ip-adress.com/ipaddressdistance ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। নিচে বাঁ পাশে IP Address or Host No.1: -এ দেখবেন আপনার আইপি ঠিকানা দেওয়া আছে। IP Address or Host No.2: -এ অন্য আইপি ঠিকানা দিয়ে Show Distance বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার আইপি ঠিকানা থেকে অন্য আইপি ঠিকানাটি কত মাইল দূরত্বে অবস্থিত, তার কাছে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে, গাড়িতে যেতে কত সময় লাগবে, বিমানে যেতে কত সময় লাগবে ইত্যাদি দেখাচ্ছে। এবং ডান পাশে একটি মানচিত্রের সাহায্যে দেখতে পাবেন দুটি আইপির অবস্থান এবং দূরত্ব কত? আপনার আইপি ছাড়া অন্য দুটি আইপি ঠিকানার দূরত্ব এবং অবস্থান জানতে হলে IP Address or Host No.1: -এর নিচের বোতামে টিক চিহ্ন দিয়ে ডান পাশের বক্সে একটি আইপি ঠিকানা লিখুন এবং অন্যটি IP Address or Host No.2: -এ লিখে Show Distance বাটনে ক্লিক করুন। মনে রাখবেন আইপি ঠিকানার অবস্থান বলতে কোন সার্ভিস প্রোভাইডার থেকে আইপি ঠিকানাটির সার্ভিস দেওয়া হচ্ছে, সেই সার্ভিস প্রোভাইডারের অবস্থানকে নির্দেশ করে।
Saturday, July 23, 2011
রানের কিছু নির্দেশ
ক্যালকুলেটর calc; কমান্ড প্রম্পট cmd; ওয়ার্ডপ্যাড write; ফন্টস ফোল্ডার fonts; মাইক্রোসফট চ্যাট winchat; নোটপ্যাড notepad; রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশন intl.cpl; রেজিস্ট্রি এডিটর regedit; টাস্ক ম্যানেজার taskmgr; সিস্টেম কনফিগারেশন msconfig; পারফরম্যান্স মনিটর perfmon.msc; সাউন্ড ও অডিও যন্ত্রাংশ mmsys.cpl; লগ-আউট logoff; গ্রুপ পলিসি এডিটর gpedit.msc; উইন্ডোজ বন্ধ shutdown; ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট nusrmgr.cpl; সার্ভিস services.msc; সিস্টেম কনফিগারেশন এডিটর sysedit; টেলনেট সার্ভার telnet; রিমোট ডেস্কটপ সংযোগ mstsc; কন্ট্রোল প্যানেল control; মাউস প্রপার্টিজ control mouse; ড্রাইভার ভেরিফায়ার Driver Verifier; ডিসপ্লে প্রপার্টিজ desk.cpl; ক্লিনআপ cleanmgr; ডিস্ক ডিফ্র্যাগমেন্ট dfrg.msc; ডিস্ক ম্যানেজমেন্ট diskmgmt.msc; ডিভাইস ম্যানেজার devmgmt.msc; তারিখ ও সময় timedate.cpl; স্বয়ংক্রিয় হালনাগাদ wuaucpl.cpl; অ্যাড/রিমুভ প্রোগ্রামস appwiz.cpl।
Wednesday, July 20, 2011
ঘুম থেকে ডেকে দেবে কম্পিউটার
এ ব্যবস্থা করতে হলে প্রথমে মাইক্রোফোনের সাহায্যে আপনি যে কথা বলতে চান, সেটি রেকর্ড করে সেভ করুন। তারপর ডেস্কটপে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Screen saver/Power/Hibernate-এ গিয়ে Enable hibernation-এ টিক চিহ্ন দিয়ে OK করুন। আবার Power/Advanced-এ গিয়ে When I press the sleep-এ Hibernate নির্বাচন করে OK করে বেরিয়ে আসুন। যাঁদের কিবোর্ডে Sleep বোতাম নেই, তাঁরা When I press the Power বাটনে Hibernate নির্বাচন করে ‘ওকে’ দিয়ে বেরিয়ে আসুন। এখন Control panel/Scheduled tasks/Add scheduled task/Next/Browse-এ ক্লিক করে যেখানে ভয়েসটি সেভ করেছেন, সেখান থেকে কথা নির্বাচন করে (বিকল্প হিসেবে গানও নির্বাচন করতে পারেন) open/daily/next/start time-এ আপনার প্রয়োজনমতো সময় নির্বাচন করে next-এ ক্লিক করুন। আপনার কম্পিউটারে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিয়ে next-এ ক্লিক করে open advanced-এ টিক চিহ্ন দিয়ে Finish-এ ক্লিক করুন। এখন Settings-এ গিয়ে wake the computer-এ টিক চিহ্ন দিয়ে ওকে করে বেরিয়ে আসুন।
এখন আপনি রাতে ঘুমানোর সময় কিবোর্ড থেকে Sleep বাটন চাপুন অথবা কম্পিউটারের পাওয়ার বাটন চাপুন। দেখবেন, কম্পিউটার ঘুমিয়ে পড়েছে এবং সকালে ঘুম থেকে উঠে আপনাকে ডাকছে।
Tuesday, July 12, 2011
কি-বোর্ডের বোতাম নষ্ট?
Saturday, July 9, 2011
পিডিএফ রিডার+রাইটার
Thursday, July 7, 2011
কপি-পেস্ট করুন আরও সহজে
Subscribe to:
Posts (Atom)